ETV Bharat / briefs

মালদায় BSF-এর গুলিতে মৃত বাংলাদেশি গোরু পাচারকারী - মালদায় গোরু পাচার

মালদার হবিবপুর ব্লকের আগ্রা-হরিশ্চন্দ্রপুর সংলগ্ন এলাকায় সীমান্ত পেরিয়ে আজ ভোরে এদেশে ঢোকার চেষ্টা করছিল একদল গোরু পাচারকারী । বাধা দিলেও না শোনায় সেই সময় BSF-এর গুলিতে মৃত্যু হয় একজনের ।

BSF
BSF
author img

By

Published : Jun 15, 2020, 5:12 PM IST

মালদা, 15 জুন : আজ ভোরে এদেশে প্রবেশ করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর ৷ হবিবপুর ব্লকের আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা ৷ মৃত পাচারকারীর দেহ উদ্ধার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ । এই বিষয়ে মুখ খোলেনি BSF।

মালদার আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকায় বাংলাদেশ সীমান্তে কয়েকটি এলাকা অসংরক্ষিত । সেখানে পাহারায় রয়েছে BSF-এর 159 নম্বর ব্যাটেলিয়ন ৷ ওই ব্যাটেলিয়ন সূত্রে জানা গেছে, আজ ভোরে কয়েকজন বাংলাদেশি গোরু পাচারকারী সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে ৷ দূর থেকেই তাদের দেখে ফেলেন জওয়ানরা ৷ তাঁরা প্রথমে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন ৷ তা সত্ত্বেও তারা এগোতে থাকে এবং জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় ৷ ফলে জওয়ানরাও গুলি চালাতে বাধ্য হয় ৷

BSF-এর গুলিতে ইব্রাহিম শেখ নামে একজনের মৃত্যু হয় ৷ তার বাড়ি রাজশাহী জেলার পোরষা গ্রামে বলে জানা গেছে । গুলিচালনার খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা মৃতদেহটি তুলে নিয়ে যান ৷ এখনও দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে এনিয়ে কোনও বৈঠক হয়নি ।

এই বিষয়ে হবিবপুর থানার IC পূর্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “ঘটনাটি আমরা শুনেছি ৷ ওই বাংলাদেশি দুষ্কৃতীর মৃতদেহ প্রতিবেশী দেশের ভূখণ্ডেই পড়ে ছিল ৷ সেখান থেকেই বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী দেহটি উদ্ধার করে নিয়ে গেছে ৷ এক্ষেত্রে আমাদের কিছু করার নেই ৷ এখনও পর্যন্ত BSF-এর পক্ষ থেকেও আমাদের এবিষয়ে কিছু জানানো হয়নি ৷”

মালদা, 15 জুন : আজ ভোরে এদেশে প্রবেশ করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর ৷ হবিবপুর ব্লকের আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা ৷ মৃত পাচারকারীর দেহ উদ্ধার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ । এই বিষয়ে মুখ খোলেনি BSF।

মালদার আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকায় বাংলাদেশ সীমান্তে কয়েকটি এলাকা অসংরক্ষিত । সেখানে পাহারায় রয়েছে BSF-এর 159 নম্বর ব্যাটেলিয়ন ৷ ওই ব্যাটেলিয়ন সূত্রে জানা গেছে, আজ ভোরে কয়েকজন বাংলাদেশি গোরু পাচারকারী সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে ৷ দূর থেকেই তাদের দেখে ফেলেন জওয়ানরা ৷ তাঁরা প্রথমে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন ৷ তা সত্ত্বেও তারা এগোতে থাকে এবং জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় ৷ ফলে জওয়ানরাও গুলি চালাতে বাধ্য হয় ৷

BSF-এর গুলিতে ইব্রাহিম শেখ নামে একজনের মৃত্যু হয় ৷ তার বাড়ি রাজশাহী জেলার পোরষা গ্রামে বলে জানা গেছে । গুলিচালনার খবর পেয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা মৃতদেহটি তুলে নিয়ে যান ৷ এখনও দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে এনিয়ে কোনও বৈঠক হয়নি ।

এই বিষয়ে হবিবপুর থানার IC পূর্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “ঘটনাটি আমরা শুনেছি ৷ ওই বাংলাদেশি দুষ্কৃতীর মৃতদেহ প্রতিবেশী দেশের ভূখণ্ডেই পড়ে ছিল ৷ সেখান থেকেই বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী দেহটি উদ্ধার করে নিয়ে গেছে ৷ এক্ষেত্রে আমাদের কিছু করার নেই ৷ এখনও পর্যন্ত BSF-এর পক্ষ থেকেও আমাদের এবিষয়ে কিছু জানানো হয়নি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.