ভাটপাড়া, 18 মে : উপনির্বাচনের আগে উত্তপ্ত হল কাঁকিনাড়া আর্যসমাজ । এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয় । ঘটনায় চারজনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ ।
আজ রাতে দুটি গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী সেখানে আসে। এলাকায় ব্যাপক বোমাবাজি চালায় । সেই সময় তাদের ঘিরে ফেলেন এলাকার বাসিন্দারা । দুষ্কৃতীদের ওই দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে থানায় যান মদন মিত্র । সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তিনি । যতক্ষণ অর্জুন সিং ও তাঁর অনুগামীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ।
পঞ্চম দফায় ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের আগেও একইভাবে উত্তপ্ত হয়েছিল কাঁকিনাড়া আর্যসমাজ । ঘটনায় রিল্যায়েন্স জুটমিল কোয়াটার লাইনে এখনও বোমাবাজি চলছে ।