ETV Bharat / briefs

বিষ্ণুপুরে ভোটারদের মারধর, শূন্যে গুলি জওয়ানের - lok sabha election

জানা গেছে, আজ বিষ্ণুপুরের বুথে একজন ভোটার লাইনে বেঁকে দাঁড়িয়েছিলেন । অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে বেধড়ক মারধর করেন । লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভোটাররা এই ঘটনার প্রতিবাদ করেন । তাঁদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।

CRPF জওয়ানের লাঠিতে জখম ভোটার
author img

By

Published : May 12, 2019, 7:01 PM IST

Updated : May 12, 2019, 7:10 PM IST

বিষ্ণুপুর, 12 মে : ভোটারদের লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কলাবাগানের 207 নম্বর বুথের ঘটনা । অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছেন ।

জানা গেছে, আজ বিষ্ণুপুরের ওই বুথে এক ভোটার লাইনে বেঁকে দাঁড়িয়েছিলেন । অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে বেধড়ক মারধর করেন । লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভোটাররা এই ঘটনার প্রতিবাদ করেন । তাঁদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় আবদুল মান্নান দালাল, রাহুল আলি দালাল ছাড়াও আরও কয়েকজন জখম হয়েছেন । তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আরও অভিযোগ, তারা BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছিল । রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে গোটা ঘটনার প্রাথমিক রিপোর্টে এসেছে । জেলাশাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে ।

বিষ্ণুপুর, 12 মে : ভোটারদের লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কলাবাগানের 207 নম্বর বুথের ঘটনা । অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছেন ।

জানা গেছে, আজ বিষ্ণুপুরের ওই বুথে এক ভোটার লাইনে বেঁকে দাঁড়িয়েছিলেন । অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে বেধড়ক মারধর করেন । লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভোটাররা এই ঘটনার প্রতিবাদ করেন । তাঁদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় আবদুল মান্নান দালাল, রাহুল আলি দালাল ছাড়াও আরও কয়েকজন জখম হয়েছেন । তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আরও অভিযোগ, তারা BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছিল । রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে গোটা ঘটনার প্রাথমিক রিপোর্টে এসেছে । জেলাশাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে ।

Intro:বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলি, কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম কয়েকজন ভোটার। Body:এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কলাবাগান 207 নং বুথে। অভিযোগ ভোটের লাইনে বেঁকে দাঁড়িয়ে ছিল এক ভোটার। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনির এক জওয়ান ওই ভোটারের গলা ধরে লাইন থেকে বেধড়ক মারধর শুরু করে এরপরই এই ঘটনা প্রতিবাদ করতে এগিয়ে আসেন অন্যান্য ভোটাররা। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুরু করে দেয় লাঠি চার্জ এমনকি অভিযোগ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় জওয়ানরা। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর পুলিশের লাঠির ঘায়ে জখম হন আবদুল মান্নান দালাল, রাহুল আলী দালাল, ওদুদ দালাল। এদের নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। Conclusion:শুধু লাইন না সকাল থেকেই ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছিল বলেও অভিযোগ উঠছে।
Last Updated : May 12, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.