ব্যারাকপুর, 25 মে : তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার এক বালতি তাজা বোমা । ব্যারাকপুরের BDO অফিস এলাকার ঘটনা । ওই পঞ্চায়েত সদস্যর নাম রিনা প্রামাণিক । তিনি পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য । প্রাথমিকভাবে তাঁর বাড়ি থেকে 18 টি বোমা উদ্ধার করা হয়েছে । ঘটনার পর তাঁর বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ।
অপরদিকে, গতরাতে দুষ্কৃতীরা তৃণমূলের একটি পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় । ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের মনসা কলোনি এলাকার ঘটনা । আজ সকালে সেই অফিসের সামনে বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী । এছাড়া পাশের একটি পুকুরেও বোমা পড়ে থাকতে দেখা যায় । জগদ্দল থানার পুলিশ এসে মোট চারটি বোমা উদ্ধার করে । বোমাগুলি ওই এলাকায় কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে ।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল ও ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে । গোটা এলাকা অশান্ত হয়ে রয়েছে । একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে । এরফলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ।