বানতলা, 8 জুন : কোরোনার থাবা এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। বানতলার কাছে তাড়দহ বাজার ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোরোনা আক্রান্ত হলেন। গতকাল তার লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়, আজ রিপোর্ট পজিটিভ আসে।
জানা গিয়েছে, 27 বছর বয়সী ওই ব্যাংক ম্যানেজার আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। বানতলার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছেই একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। কিছুদিন ধরেই অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল কোরোনা পরীক্ষার জন্য লালা রস সংগ্রহ করা হয়। আজ রিপোর্ট হাতে আসে, জানা যায় তিনি কোরোনা আক্রান্ত হয়েছেন।
সংক্রমণের ঘটনা জানাজানি হতেই ব্যাঙ্ক শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক চত্বর জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । ব্যাঙ্ক অফিসার সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, " ওই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ব্যাঙ্ক শাখাটিকে আপাতত বন্ধ রেখে, জীবাণুমুক্ত করার কাজ করা হবে। আক্রান্ত ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।"
সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখাটিতে সম্প্রতি আসা গ্রাহকদেরও সন্ধান চালানো হচ্ছে । যে সকল গ্রাহক ব্যাঙ্কে এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।