ETV Bharat / briefs

বহরমপুরে কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো, তাই কম কেন্দ্রীয় বাহিনী : অধীর

"বহরমপুর শহরে যেহেতু কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো । তাই পরিকল্পিতভাবে এখানে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।" বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি ।

author img

By

Published : Apr 29, 2019, 8:34 AM IST

Updated : Apr 29, 2019, 8:46 AM IST

ফাইল ফোটো

বহরমপুর, 29 এপ্রিল : "বহরমপুর শহরে যেহেতু কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো । তাই পরিকল্পিতভাবে এখানে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।" বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । সকাল থেকেই তিনি ঘুরছেন নিজের কেন্দ্রের বুথে বুথে । কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগও তুলেছেন । কংগ্রেস এজেন্ট বুথে ঢুকতে না দেওয়ারও অভিযোগ তোলেন। সকালেই এক দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন তিনি ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বহরমপুর শহরে যেহেতু কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো । তাই পরিকল্পিতভাবে এখানে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । যাতে ভোট লুট করতে সুবিধে হয় । আর সকাল থেকে সেই চেষ্টাই চলছে এখানে । চেষ্টা চলছে যাতে আমাদের এজেন্টরা বুথে ঢুকতে না পারে । সেজন্যই আজ আমাকে সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে । আমি তো বারবার বলছি বহরমপুরের মানুষ খুব শান্তিপ্রিয়, তাদের ভয় দেখালে তারা ভোট দিতে আসবে না । তারজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক । যাকেই ভোট দিক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটাই ভালো লাগছে ।"

দেখুন কী বললেন অধীর

আজ সকালে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর কলেজিয়েট স্কুলের 94/95 নম্বর বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী । তিনি দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন । ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়ায় । কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নেই সংশ্লিষ্ট ওই বুথটিতে ।

বহরমপুর, 29 এপ্রিল : "বহরমপুর শহরে যেহেতু কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো । তাই পরিকল্পিতভাবে এখানে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।" বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । সকাল থেকেই তিনি ঘুরছেন নিজের কেন্দ্রের বুথে বুথে । কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগও তুলেছেন । কংগ্রেস এজেন্ট বুথে ঢুকতে না দেওয়ারও অভিযোগ তোলেন। সকালেই এক দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন তিনি ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বহরমপুর শহরে যেহেতু কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভালো । তাই পরিকল্পিতভাবে এখানে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । যাতে ভোট লুট করতে সুবিধে হয় । আর সকাল থেকে সেই চেষ্টাই চলছে এখানে । চেষ্টা চলছে যাতে আমাদের এজেন্টরা বুথে ঢুকতে না পারে । সেজন্যই আজ আমাকে সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে । আমি তো বারবার বলছি বহরমপুরের মানুষ খুব শান্তিপ্রিয়, তাদের ভয় দেখালে তারা ভোট দিতে আসবে না । তারজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক । যাকেই ভোট দিক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটাই ভালো লাগছে ।"

দেখুন কী বললেন অধীর

আজ সকালে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর কলেজিয়েট স্কুলের 94/95 নম্বর বুথ থেকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী । তিনি দলীয় পোলিং এজেন্টকে বুথে ঢুকিয়ে দিয়ে আসেন । ঘটনায় ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়ায় । কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নেই সংশ্লিষ্ট ওই বুথটিতে ।

sample description
Last Updated : Apr 29, 2019, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.