ETV Bharat / briefs

নিরাপত্তার বলয়ে চতুর্থ দফা, কাজ করবে 88টি কুইক রেসপন্স টিম - lok sabha election

চতুর্থ দফায় রাজ্যে ৮৮ টি কুইক রেসপন্স টিম কাজ করবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 28, 2019, 9:07 PM IST

কলকাতা, 28 এপ্রিল : রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে হতে চলেছে চতুর্থ দফার ভোট । এবার কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ছে । নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, 88 টি কুইক রেসপন্স টিম কাজ করবে চতুর্থ দফার নির্বাচনে । সূত্রের খবর, সংখ্যাটা আরও বাড়তে পারে । সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি এই কুইক রেসপন্স টিম বুথের বাইরে সক্রিয় থাকবে ।

একটি মৃত্যু । তার দায় নিয়ে এখনও চলছে চাপানউতোর । বিরোধীদের দাবি, ভোটারদের বাড়ি থেকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া এবং বুথ থেকে নিরাপদে বাড়ি ফেরানোর যাবতীয় দায় নির্বাচন কমিশনের । যদিও তৃতীয় দফার নির্বাচনের শেষে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়ে দেয়, মুর্শিদাবাদে টিয়ারুল শেখের মৃত্যু বুথের 100 মিটারের বাইরে হয়েছে । তাই এক্ষেত্রে তাদের দায় নেই । কমিশনের এই দাবি অবশ্য মানতে নারাজ বামফ্রন্ট সহ বিরোধী দলগুলি । তাদের দাবি, ভোটারদের নিরাপত্তায় কমিশনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে । তাই টিয়ারুল শেখের মৃত্যুর দায় কমিশন না নিলেও, বুথের বাইরের গন্ডগোল থামাতে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে । সূত্রের খবর, কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের নির্দেশেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে । এর জেরেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে । বিবেক দুবে জানিয়েছেন, বুথগুলিতে 562 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । বুথের বাইরে থাকবে কুইক রেসপন্স টিম ।

বিরোধীদের অভিযোগ, এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দেখে শাসক দল স্ট্র্যাটিজি বদলেছে । ভোটের বুথে নয় গ্রামের মধ্যে ঝামেলা পাকানো হচ্ছে । বিশেষ পর্যবেক্ষকের কাছে বিরোধীরা এই অভিযোগ করেছে । মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানাচ্ছে, চতুর্থ দফায় শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর । তার জন্য নেওয়া হচ্ছে সব রকমের ব্যবস্থা ।

কলকাতা, 28 এপ্রিল : রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে হতে চলেছে চতুর্থ দফার ভোট । এবার কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ছে । নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, 88 টি কুইক রেসপন্স টিম কাজ করবে চতুর্থ দফার নির্বাচনে । সূত্রের খবর, সংখ্যাটা আরও বাড়তে পারে । সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি এই কুইক রেসপন্স টিম বুথের বাইরে সক্রিয় থাকবে ।

একটি মৃত্যু । তার দায় নিয়ে এখনও চলছে চাপানউতোর । বিরোধীদের দাবি, ভোটারদের বাড়ি থেকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া এবং বুথ থেকে নিরাপদে বাড়ি ফেরানোর যাবতীয় দায় নির্বাচন কমিশনের । যদিও তৃতীয় দফার নির্বাচনের শেষে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়ে দেয়, মুর্শিদাবাদে টিয়ারুল শেখের মৃত্যু বুথের 100 মিটারের বাইরে হয়েছে । তাই এক্ষেত্রে তাদের দায় নেই । কমিশনের এই দাবি অবশ্য মানতে নারাজ বামফ্রন্ট সহ বিরোধী দলগুলি । তাদের দাবি, ভোটারদের নিরাপত্তায় কমিশনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে । তাই টিয়ারুল শেখের মৃত্যুর দায় কমিশন না নিলেও, বুথের বাইরের গন্ডগোল থামাতে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে । সূত্রের খবর, কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের নির্দেশেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে । এর জেরেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে । বিবেক দুবে জানিয়েছেন, বুথগুলিতে 562 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । বুথের বাইরে থাকবে কুইক রেসপন্স টিম ।

বিরোধীদের অভিযোগ, এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দেখে শাসক দল স্ট্র্যাটিজি বদলেছে । ভোটের বুথে নয় গ্রামের মধ্যে ঝামেলা পাকানো হচ্ছে । বিশেষ পর্যবেক্ষকের কাছে বিরোধীরা এই অভিযোগ করেছে । মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানাচ্ছে, চতুর্থ দফায় শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর । তার জন্য নেওয়া হচ্ছে সব রকমের ব্যবস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.