ETV Bharat / briefs

দিল্লির মেট্রো স্টেশনে হস্তমৈথুন, চেঁচিয়েও সাহায্য পেলেন না যুবতি

ওই যুবতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিককের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান । রবিবার ওই আধিকারিক যুবতিকে ডেকে CCTV ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেন ।

author img

By

Published : Jun 18, 2019, 10:24 PM IST

দিল্লি মেট্রোতে হস্তমৈথুন, চেঁচিয়েও সাহায্য পেলেন না যুবতি

গুরুগ্রাম, 18 জুন : মেট্রো স্টেশনে যুবতিকে দেখে হস্তমৈথুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । দিল্লির হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনের ঘটনা ।

14 জুন রাত 9 টা 24 মিনিটে ওই যুবতি মেট্রো স্টেশনের এসকেলেটর দিয়ে নামছিলেন । সেই সময় তিনি পিছনে কিছু অস্বাভাবিক অনুভব করেন । ঘুরে তাকাতেই তিনি দেখেন এক ব্যক্তি হস্তমৈথুন করছেন । ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যক্তি তাঁকে গালিগালাজ করে । ধাক্কাও মারে বলে অভিযোগ । এছাড়াও তাঁর অভিযোগ, চিৎকার করার পরও সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি । সাহায্য না পেয়ে অভিযোগকারিণী ওই ব্যক্তিকে চড় মারেন ।

সেই রাতেই ওই যুবতি সোশাল মিডিয়ার মাধ্যমে গুরুগ্রাম পুলিশকে ঘটনার কথা জানান । কিন্তু পুলিশের তরফে কোনও জবাব পাওয়া যায়নি । এরপর তিনি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিককের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান । রবিবার ওই আধিকারিক যুবতিকে ডেকে CCTV ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেন ।

সোমবার অভিযোগকারিণী তাঁর টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার কথা শেয়ার করে মেট্রোতে মহিলাদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তোলেন । টুইটারে এটি শেয়ারের কিছুক্ষণের মধ্যেই গুরুগ্রাম পুলিশ স্টেশনের এক অফিসার তাঁর সঙ্গে যোগাযোগ করেন । পুলিশ স্টেশনে এসে তাঁকে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার আবেদনও জানান ।

টুইটার অ্যাকাউন্টে ওই যুবতি লিখেছেন , "আমরা মেট্রোয় বিনামূল্যে পরিষেবা চাই না । আমরা সুরক্ষা চাই । প্রতিটি সরকার এই বিষয়ে প্রতিশ্রুতি দিলেও আমরা সুরক্ষা পাচ্ছি না । আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি । 9 টা 25 কি খুব বেশি রাত ?"

গুরুগ্রাম, 18 জুন : মেট্রো স্টেশনে যুবতিকে দেখে হস্তমৈথুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । দিল্লির হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনের ঘটনা ।

14 জুন রাত 9 টা 24 মিনিটে ওই যুবতি মেট্রো স্টেশনের এসকেলেটর দিয়ে নামছিলেন । সেই সময় তিনি পিছনে কিছু অস্বাভাবিক অনুভব করেন । ঘুরে তাকাতেই তিনি দেখেন এক ব্যক্তি হস্তমৈথুন করছেন । ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যক্তি তাঁকে গালিগালাজ করে । ধাক্কাও মারে বলে অভিযোগ । এছাড়াও তাঁর অভিযোগ, চিৎকার করার পরও সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি । সাহায্য না পেয়ে অভিযোগকারিণী ওই ব্যক্তিকে চড় মারেন ।

সেই রাতেই ওই যুবতি সোশাল মিডিয়ার মাধ্যমে গুরুগ্রাম পুলিশকে ঘটনার কথা জানান । কিন্তু পুলিশের তরফে কোনও জবাব পাওয়া যায়নি । এরপর তিনি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিককের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান । রবিবার ওই আধিকারিক যুবতিকে ডেকে CCTV ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করেন ।

সোমবার অভিযোগকারিণী তাঁর টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার কথা শেয়ার করে মেট্রোতে মহিলাদের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তোলেন । টুইটারে এটি শেয়ারের কিছুক্ষণের মধ্যেই গুরুগ্রাম পুলিশ স্টেশনের এক অফিসার তাঁর সঙ্গে যোগাযোগ করেন । পুলিশ স্টেশনে এসে তাঁকে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার আবেদনও জানান ।

টুইটার অ্যাকাউন্টে ওই যুবতি লিখেছেন , "আমরা মেট্রোয় বিনামূল্যে পরিষেবা চাই না । আমরা সুরক্ষা চাই । প্রতিটি সরকার এই বিষয়ে প্রতিশ্রুতি দিলেও আমরা সুরক্ষা পাচ্ছি না । আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি । 9 টা 25 কি খুব বেশি রাত ?"

New Delhi, Jun 18 (ANI): Bharatiya Janata Party (BJP) MP Om Birla reportedly is NDA's candidate for the post of Lok Sabha Speaker. Birla defeated Congress' Ramnarain Meena by over 2.5 lakh votes from Kota Parliamentary seat in the recently concluded general elections. Sumitra Mahajan was the last Speaker of Lok Sabha. While speaking to ANI, Om Birla's wife Amita Birla said, "It is a very proud and a happy moment for us. We are very thankful to the cabinet for choosing him."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.