গয়া, 29 এপ্রিল: তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করলেন মা। মর্মান্তিক ঘটনার সাক্ষী গয়া। পুলিশের প্রাথমিক অনুমান সংসারে অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।গয়ার মগরা থানা এলাকার দুমারিয়া ব্লকের একটি গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন সনাতন মাঝি। তাঁরই পুত্রবধূ মালতী দেবী তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে ।
ঠিক কেন তিন এমন পদক্ষেপ করলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন ইমামগঞ্জের ডিএসপি মনোজ রাম। তাঁর সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, পরিবারের সদস্যদের থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের অনেকেই মনে করছেন পারিবারিক কলহের জেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা। বিভিন্ন দিক থেকে এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের থেকে পরিবারের সম্পর্কে আরও কয়েকটি তথ্য জানতে পেরেছে পুলিশ । সেগুলি ধরে তদন্ত চলছে । পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা থেকে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই রিপোর্ট হাতে পেলেই তদন্তকারীরা বুঝতে পারবেন তিন সন্তানকে নিয়ে মা আত্মহ্ত্যা করেছেন নাকি মৃত্যুর নেপথ্যে কোনও রহস্য আছে।
মালতির বাপের বাড়ির সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তিনি কোনও মানসিক অশান্তির শিকার ছিলেন কিনা তা জানার চেষ্টা হচ্ছে। তাছাড়া গত কয়েকদিনের মধ্যে অস্বাভাবিক কোনও ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা জানার চেষ্টা করছেন পারিবারে ঠিক কী নিয়ে অশান্তি হত ? সেই অশান্তির বিষয় কী এতটাই প্রবল যে তিন সন্তান-সহ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন মা? উত্তর খুঁজছে পুলিশ ।
আরও পড়ুন: তৃণমূলের গণভোটে এবার ভোটদান নাবালিকার ! বিতর্ক জলপাইগুড়িতে