ETV Bharat / bharat

Wife Killed Husband: ক্রাইম সিরিয়াল দেখে স্বামীকে খুন ! দুই বন্ধু-সহ গ্রেফতার স্ত্রী - কানপুরের খবর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী'র বিরুদ্ধে (Wife Killed Husband) ৷ ওই মহিলা টেলিভিশনে ক্রাইম সিরিয়াল (Crime Serial) দেখে স্বামীকে খুনের ছক কষেন বলে দাবি পুলিশের ৷

Wife Killed Husband in Kanpur by implementing methods adopted from Crime Serial
Wife Killed Husband: ক্রাইম সিরিয়াল দেখে স্বামীকে খুন ! দুই বন্ধু-সহ গ্রেফতার স্ত্রী
author img

By

Published : Dec 9, 2022, 7:37 PM IST

কানপুর, 9 ডিসেম্বর: একদিকে স্বামীর বিপুল সম্পত্তি হাতানোর লোভ, পাশাপাশি পরপুরুষের প্রতি আসক্তি ! মূলত, এই দুই কারণেই স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী'র বিরুদ্ধে (Wife Killed Husband) ৷ পুলিশের দাবি, টেলিভিশনে ক্রাইম সিরিয়াল (Crime Serial) দেখে স্বামীকে খুনের ছক কষেন ওই মহিলা ! তাতে তাঁকে সাহায্য করেন দুই 'বিশেষ বন্ধু' ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কানপুরের যুগ্ম পুলিশ কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্তরা হলেন স্বপ্না এবং তাঁর দুই বন্ধু রাজু ও সিতু ৷ ঘটনায় নিহত যুবকের নাম ঋষভ ৷ তিনি ও তাঁর স্ত্রী স্বপ্না স্থানীয় কল্য়াণপুরের শিবলি রোডে থাকতেন ৷ গত 27 নভেম্বর ঋষভ ও তাঁর বন্ধু মণীশ চাকরপুর গ্রামে একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান ৷ সেখান থেকে ফেরার পথে ঋষভের উপর হামলা হয় ৷ সেই ঘটনায় গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যান ঋষভ ৷ এরপর তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে গত 1 ডিসেম্বর ছাড়া পান ঋষভ ৷ তখন তিনি অনেকটাই সুস্থ ৷ কিন্তু, এরপর আবার গত 3 ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই সময় তাঁর অবস্থা দেখে সন্দেহ হয় চিকিৎসকদের ৷ কীভাবে মাত্র দু'দিনে ঋষভ এতটা অসুস্থ হয়ে পড়লেন, তা বুঝে উঠতে পারেন না তাঁরা ৷ কিন্তু, দ্বিতীয় দফায় চেষ্টা করেও ঋষভকে বাঁচানো যায়নি ৷ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: 'পুলিশ সাহায্য করলে মেয়ে বেঁচে থাকত', ফড়নবীসের সঙ্গে দেখা করে আফতাবের মৃত্যুদণ্ড দাবি শ্রদ্ধার বাবার

ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্ত শুরু হওয়ার পর পুলিশ জানতে পারে, ওষুধের ওভার ডোজের কারণেই প্রাণ হারাতে হয় ঋষভকে ৷ পরবর্তীতে স্বপ্নার হোয়াট্সঅ্যাপ রেকর্ড খতিয়ে দেখতেই সামনে আসে আসল ঘটনা ৷ জানা যায়, ঋষভের সম্পত্তির দিকে নজর ছিল তাঁর ৷ কিন্তু, ঋষভ স্ত্রীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও আলোচনা করতেন না ৷ উপরন্তু, রাজু ও সিতুর সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে স্বপ্নার ৷ বস্তুত, রাজুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করতেন তিনি ৷

পরবর্তীতে পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন স্বপ্না ৷ জানান, 27 নভেম্বর ঋষভের উপর হামলা তিনিই করিয়েছিলেন ৷ কিন্তু, ঋষভ তাতে বেঁচে যান ৷ এরপর ক্রাইম সিরিয়াল দেখে নতুন পরিকল্পনা করেন স্বপ্না ৷ তাঁকে মদত দেন রাজু ও সিতু ৷ তাঁরাই অসুস্থ ঋষভকে ওষুধের ওভার ডোজ দেন ৷ ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর তাঁকে নাম কা ওয়াস্তে হাসপাতালে ভর্তি করা হলেও লাভ হয়নি ৷

কানপুর, 9 ডিসেম্বর: একদিকে স্বামীর বিপুল সম্পত্তি হাতানোর লোভ, পাশাপাশি পরপুরুষের প্রতি আসক্তি ! মূলত, এই দুই কারণেই স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী'র বিরুদ্ধে (Wife Killed Husband) ৷ পুলিশের দাবি, টেলিভিশনে ক্রাইম সিরিয়াল (Crime Serial) দেখে স্বামীকে খুনের ছক কষেন ওই মহিলা ! তাতে তাঁকে সাহায্য করেন দুই 'বিশেষ বন্ধু' ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কানপুরের যুগ্ম পুলিশ কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্তরা হলেন স্বপ্না এবং তাঁর দুই বন্ধু রাজু ও সিতু ৷ ঘটনায় নিহত যুবকের নাম ঋষভ ৷ তিনি ও তাঁর স্ত্রী স্বপ্না স্থানীয় কল্য়াণপুরের শিবলি রোডে থাকতেন ৷ গত 27 নভেম্বর ঋষভ ও তাঁর বন্ধু মণীশ চাকরপুর গ্রামে একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান ৷ সেখান থেকে ফেরার পথে ঋষভের উপর হামলা হয় ৷ সেই ঘটনায় গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যান ঋষভ ৷ এরপর তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে গত 1 ডিসেম্বর ছাড়া পান ঋষভ ৷ তখন তিনি অনেকটাই সুস্থ ৷ কিন্তু, এরপর আবার গত 3 ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই সময় তাঁর অবস্থা দেখে সন্দেহ হয় চিকিৎসকদের ৷ কীভাবে মাত্র দু'দিনে ঋষভ এতটা অসুস্থ হয়ে পড়লেন, তা বুঝে উঠতে পারেন না তাঁরা ৷ কিন্তু, দ্বিতীয় দফায় চেষ্টা করেও ঋষভকে বাঁচানো যায়নি ৷ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন: 'পুলিশ সাহায্য করলে মেয়ে বেঁচে থাকত', ফড়নবীসের সঙ্গে দেখা করে আফতাবের মৃত্যুদণ্ড দাবি শ্রদ্ধার বাবার

ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্ত শুরু হওয়ার পর পুলিশ জানতে পারে, ওষুধের ওভার ডোজের কারণেই প্রাণ হারাতে হয় ঋষভকে ৷ পরবর্তীতে স্বপ্নার হোয়াট্সঅ্যাপ রেকর্ড খতিয়ে দেখতেই সামনে আসে আসল ঘটনা ৷ জানা যায়, ঋষভের সম্পত্তির দিকে নজর ছিল তাঁর ৷ কিন্তু, ঋষভ স্ত্রীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও আলোচনা করতেন না ৷ উপরন্তু, রাজু ও সিতুর সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে স্বপ্নার ৷ বস্তুত, রাজুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করতেন তিনি ৷

পরবর্তীতে পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন স্বপ্না ৷ জানান, 27 নভেম্বর ঋষভের উপর হামলা তিনিই করিয়েছিলেন ৷ কিন্তু, ঋষভ তাতে বেঁচে যান ৷ এরপর ক্রাইম সিরিয়াল দেখে নতুন পরিকল্পনা করেন স্বপ্না ৷ তাঁকে মদত দেন রাজু ও সিতু ৷ তাঁরাই অসুস্থ ঋষভকে ওষুধের ওভার ডোজ দেন ৷ ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর তাঁকে নাম কা ওয়াস্তে হাসপাতালে ভর্তি করা হলেও লাভ হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.