ETV Bharat / bharat

কিশোর-কিশোরীদের পরামর্শ সংক্রান্ত হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য - Calcutta HC

Supreme Court: কলকাতা হাইকোর্ট একটি রায়ে কিশোর-কিশোরীদের কিছু পরামর্শ দিয়েছিল ৷ ওই পরামর্শকে আপত্তিকর ও অযৌক্তিক বলে পরে সমালোচনা করে সুপ্রিম কোর্ট ৷ সেই বিষয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে তারা মামলা দায়ের করেছে ৷

Supreme Court
Supreme Court
author img

By PTI

Published : Jan 4, 2024, 7:35 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: কিশোরীদের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কিশোরদের মহিলাদের সম্মান করা শিখতে হবে ৷ কলকাতা হাইকোর্টের একটি রায়ে এই পরামর্শ দেওয়া হয়েছিল ৷ তার বিরুদ্ধে নতুন আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বৃহস্পতিবার বাংলার সরকারের তরফে সুপ্রিম কোর্টে এই কথাই জানানো হয়েছে ৷

গত 8 ডিসেম্বর শীর্ষ আদালত হাইকোর্টের এই রায়ের সমালোচনা করেছিল ৷ হাইকোর্টের পর্যবেক্ষণকে ‘অত্যন্ত আপত্তিকর এবং সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উল্লেখ করেছিল ৷ সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি সুয়ো মোটো রিট পিটিশনের উপর শুনানি হয় সেই দিন ৷ সেখানে বলা হয়েছিল যে রায় লেখার সময় বিচারপতিরা ‘প্রচার’ করবেন, এটা আশা করা হয় না ৷

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এএস ওকা এবং উজ্জল ভুয়ানের বেঞ্চে ৷ পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট হাজেফা আহমেদি ৷ তিনি শীর্ষ আদালতকে জানান, গত 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে ৷ এ দিনই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই শুনানি কোনও কারণে হয়নি ৷

বেঞ্চ সুয়ো মোটো রিট পিটিশন ও রাজ্যের বক্তব্য পর্যবেক্ষণ করে ৷ তার পর বেঞ্চ বলে, "এটি শুধুমাত্র পর্যবেক্ষণ সম্পর্কে নয় । অনুসন্ধানের ধরন দেখুন ৷ এটি চলাকালীন, এতগুলি অনুসন্ধান রেকর্ড করা হয়েছে । এই ধারণাগুলি কোথা থেকে এসেছে, আমরা জানি না । তবে আমরা যা বলা হয়েছে তার প্রতিটির সঙ্গে মোকাবিলা করতে চাই । আপনার (পশ্চিমবঙ্গ সরকার) সহায়তা প্রয়োজন ৷"

এর পর বেঞ্চের তরফে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি করে বলা হয় যে দেশের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে সুয়ো মোটো রিট পিটিশন ও রাজ্যের তরফে দাখিল করা স্পেশাল লিভ পিটিশন একত্র করে আগামী 12 জানুয়ারি শুনানির দিন ধার্য করা হোক ৷

উল্লেখ্য, গত 8 ডিসেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায়ের কড়া সমালোচনা করেছিল ৷ হাইকোর্টের মন্তব্য সংবিধানের 21 নম্বর ধারার অধীনে কিশোর-কিশোরীদের অধিকার লঙ্ঘন বলেও সেদিন শীর্ষ আদালত জানিয়েছিল ৷ সেদিন শুনানিতে উঠে আসে যে হাইকোর্টের কাছে একটি মামলার রায় চ্যালেঞ্জ করে পালটা মামলা করা হয়েছিল ৷ সেখানে এক ব্যক্তিকে পকসো আইন-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ হাইকোর্ট দোষীকে নির্দোষ হিসেবে রায় দেয় ৷

কিন্তু সেই রায় দিতে গিয়ে যে পরামর্শগুলি দিয়েছিল সেই নিয়েই আপত্তি তোলে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালত মনে করে, হাইকোর্ট রায়ের বাইরে অনেক অযৌক্তিক বিষয় নিয়ে মতামত দিয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

বয়ঃসন্ধিকালের আবেগ-শরীর-গোপনীয়তা, সচেতন করতে পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

নয়াদিল্লি, 4 জানুয়ারি: কিশোরীদের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কিশোরদের মহিলাদের সম্মান করা শিখতে হবে ৷ কলকাতা হাইকোর্টের একটি রায়ে এই পরামর্শ দেওয়া হয়েছিল ৷ তার বিরুদ্ধে নতুন আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বৃহস্পতিবার বাংলার সরকারের তরফে সুপ্রিম কোর্টে এই কথাই জানানো হয়েছে ৷

গত 8 ডিসেম্বর শীর্ষ আদালত হাইকোর্টের এই রায়ের সমালোচনা করেছিল ৷ হাইকোর্টের পর্যবেক্ষণকে ‘অত্যন্ত আপত্তিকর এবং সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উল্লেখ করেছিল ৷ সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি সুয়ো মোটো রিট পিটিশনের উপর শুনানি হয় সেই দিন ৷ সেখানে বলা হয়েছিল যে রায় লেখার সময় বিচারপতিরা ‘প্রচার’ করবেন, এটা আশা করা হয় না ৷

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এএস ওকা এবং উজ্জল ভুয়ানের বেঞ্চে ৷ পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট হাজেফা আহমেদি ৷ তিনি শীর্ষ আদালতকে জানান, গত 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে ৷ এ দিনই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই শুনানি কোনও কারণে হয়নি ৷

বেঞ্চ সুয়ো মোটো রিট পিটিশন ও রাজ্যের বক্তব্য পর্যবেক্ষণ করে ৷ তার পর বেঞ্চ বলে, "এটি শুধুমাত্র পর্যবেক্ষণ সম্পর্কে নয় । অনুসন্ধানের ধরন দেখুন ৷ এটি চলাকালীন, এতগুলি অনুসন্ধান রেকর্ড করা হয়েছে । এই ধারণাগুলি কোথা থেকে এসেছে, আমরা জানি না । তবে আমরা যা বলা হয়েছে তার প্রতিটির সঙ্গে মোকাবিলা করতে চাই । আপনার (পশ্চিমবঙ্গ সরকার) সহায়তা প্রয়োজন ৷"

এর পর বেঞ্চের তরফে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি করে বলা হয় যে দেশের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে সুয়ো মোটো রিট পিটিশন ও রাজ্যের তরফে দাখিল করা স্পেশাল লিভ পিটিশন একত্র করে আগামী 12 জানুয়ারি শুনানির দিন ধার্য করা হোক ৷

উল্লেখ্য, গত 8 ডিসেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায়ের কড়া সমালোচনা করেছিল ৷ হাইকোর্টের মন্তব্য সংবিধানের 21 নম্বর ধারার অধীনে কিশোর-কিশোরীদের অধিকার লঙ্ঘন বলেও সেদিন শীর্ষ আদালত জানিয়েছিল ৷ সেদিন শুনানিতে উঠে আসে যে হাইকোর্টের কাছে একটি মামলার রায় চ্যালেঞ্জ করে পালটা মামলা করা হয়েছিল ৷ সেখানে এক ব্যক্তিকে পকসো আইন-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ হাইকোর্ট দোষীকে নির্দোষ হিসেবে রায় দেয় ৷

কিন্তু সেই রায় দিতে গিয়ে যে পরামর্শগুলি দিয়েছিল সেই নিয়েই আপত্তি তোলে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালত মনে করে, হাইকোর্ট রায়ের বাইরে অনেক অযৌক্তিক বিষয় নিয়ে মতামত দিয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

বয়ঃসন্ধিকালের আবেগ-শরীর-গোপনীয়তা, সচেতন করতে পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.