গুয়াহাটি, 11 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার কাকভোরে গুয়াহাটি পৌঁছালেন অমিত শাহ । আজ অসমের চিরাঙ জেলায় কোচ রাজবংশীয় 'মহারাজা' তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করবেন । এরপর কোচবিহারে এসে বঙ্গ বিজেপির চতুর্থ 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন শাহ ।
গতকাল আমিত শাহ টুইট করে জানান, কোচবিহারে চতুর্থ 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন ৷ পরে ঠাকুরনগরে জনসভা করবেন । এরপর তিনি কলকাতায় দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করবেন । ঠাকুরনগরে হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করারও কথা রয়েছে তাঁর ।
আরও পড়ুন : বিহার-বাংলা সীমান্তে রথে হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
আসন্ন বিধানসভা নির্বাচন পাখির চোখ করে দুই রাজ্য অসম ও পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক গতিবিধি বৃদ্ধি পেয়েছে । কেন্দ্রীয় নেতারা এই দুই রাজ্যে নিয়মিত আসছেন । গত 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম ও পশ্চিমবঙ্গে এসে একাধিক প্রকল্পের সূচনা ও দলীয় জনসভা করেন ৷