ETV Bharat / bharat

Wrestlers Protest: ব্রিজভূষণকাণ্ডে জমা পড়েছে চার্জশিট, এবার কী করবেন সাক্ষীরা ? - জভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ

কুস্তি সংগঠনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের মামলায় চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দুটি জামিন অযোগ্য ধারা-সহ অন্য কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে বিজেপির এই সাংসদের বিরুদ্ধে। এবার কী করবেন সাক্ষীরা ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 16, 2023, 9:06 AM IST

নয়াদিল্লি, 16 জুন: যৌন হয়রানির ঘটনায় কুস্তি সংগঠনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও আছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায় আন্দোলনরত কুস্তিগীররা কী পদক্ষেপ নেবেন তার দিকে তাকিয়ে আছেন অনেকেই।

তাঁরা কী করতে চান তার প্রাথমিক আভাষ দিলেন সাক্ষী মালিক। দেশকে পদক দেওয়া এই কুস্তিগীর বলেন, "চার্জশিট দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ব্রিজভূষণ অপরাধ করেছেন। তাও সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানা দরকার। তাই আমাদের আইনজীবী চার্জশিটের কপি চেয়ে আদালতে আবেদন করেছেন।" সাক্ষী জানান, চার্জশিটের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তাঁরা। ব্রিজভূষণের গ্রেফতারি-সহ একাধিক দাবিতে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন চলছে। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন সাক্ষী মালিক থেকে শুরু করে বজরং পুনিয়ারা।

আরও পড়ুন: পকসো আইন থেকে অব্যাহতির আর্জি, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের

অনুরাগের সঙ্গে শেষ বৈঠকে তিনি আশ্বাস দেন 15 জুনের মধ্যে চার্জশিট পেশ করবে পুলিশ। সেই মতো বৃহস্পতিবারই চার্জশিট জমা পড়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস পেয়েই 15 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছিলেন কুস্তিগীররা। এবার তাঁরা কী করেন সেটাই দেখার। এক নাবালিকার বাবাও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন। সেই মতো পকসো আইনে মামলা দায়ের হয়। তবে ওই নাবালিকার বাবা অভিযোগ প্রত্যাহার করে নেন সম্প্রতি । তার জেরে দিল্লির আদালতে পেশ করা চার্জশিট থেকে পকসোর অংশটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি, 16 জুন: যৌন হয়রানির ঘটনায় কুস্তি সংগঠনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও আছে বলে জানা গিয়েছে। এমতাবস্থায় আন্দোলনরত কুস্তিগীররা কী পদক্ষেপ নেবেন তার দিকে তাকিয়ে আছেন অনেকেই।

তাঁরা কী করতে চান তার প্রাথমিক আভাষ দিলেন সাক্ষী মালিক। দেশকে পদক দেওয়া এই কুস্তিগীর বলেন, "চার্জশিট দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ব্রিজভূষণ অপরাধ করেছেন। তাও সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানা দরকার। তাই আমাদের আইনজীবী চার্জশিটের কপি চেয়ে আদালতে আবেদন করেছেন।" সাক্ষী জানান, চার্জশিটের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তাঁরা। ব্রিজভূষণের গ্রেফতারি-সহ একাধিক দাবিতে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন চলছে। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন সাক্ষী মালিক থেকে শুরু করে বজরং পুনিয়ারা।

আরও পড়ুন: পকসো আইন থেকে অব্যাহতির আর্জি, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের

অনুরাগের সঙ্গে শেষ বৈঠকে তিনি আশ্বাস দেন 15 জুনের মধ্যে চার্জশিট পেশ করবে পুলিশ। সেই মতো বৃহস্পতিবারই চার্জশিট জমা পড়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস পেয়েই 15 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছিলেন কুস্তিগীররা। এবার তাঁরা কী করেন সেটাই দেখার। এক নাবালিকার বাবাও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন। সেই মতো পকসো আইনে মামলা দায়ের হয়। তবে ওই নাবালিকার বাবা অভিযোগ প্রত্যাহার করে নেন সম্প্রতি । তার জেরে দিল্লির আদালতে পেশ করা চার্জশিট থেকে পকসোর অংশটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.