ETV Bharat / bharat

বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত তখতে, মঙ্গলবার আছড়ে পড়বে গুজরাত উপকূলে - গুজরাট উপকূল

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তখতে ৷ রবিবার সকালে একটি টুইটে ভারত আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার 18 মে গুজরাত উপকূলের উপর দিয়ে যাবে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ৷ পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরালা-কর্নাটক-গোয়া-মহারাষ্ট্র উপকূলে মাছ ধরা বন্ধ করা হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ৷

ঘূর্ণিঝড় তখতে
ঘূর্ণিঝড় তখতে
author img

By

Published : May 16, 2021, 9:42 AM IST

Updated : May 16, 2021, 10:28 AM IST

নয়া দিল্লি, 16 মে: ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তখতে ৷ মঙ্গলবার 18 মে গুজরাত উপকূলের উপর দিয়ে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ৷ রবিবার ভারত আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তরফে এই খবর জানানো হয়েছে ৷

রবিবার ভোরে একটি টুইটে ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার 15 মে রাত সাড়ে এগারোটা নাগাদ ঘূর্ণিঝড়টি মুম্বই থেকে 520 কিলোমিটার দক্ষিণে এবং পাঞ্জিম-গোয়ার প্রায় 170 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের উপর অবস্থিত ছিল ৷ ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে আগামী 18 মে মঙ্গলবার ভোরের দিকে এটি সম্ভবত পোরবন্দর ও ভাবনাগড় জেলার মহুভার উপর দিয়ে গুজরাত উপকূল দিয়ে বইতে পারে ৷

  • The CS Tauktae lay centred at 2330 IST of 15th May over Arabian Sea about 170 km southwest of Panjim-Goa, 520 km south of Mumbai. It is very likely to intensify into a VSCS, cross Gujarat coast between Porbandar & Mahuva (Bhavnagar district) around 18th May early morning. pic.twitter.com/OzRsI6hoBB

    — India Meteorological Department (@Indiametdept) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে আরও একটি টুইটে এই দফতর জানায়, বিধ্বংসী ঘূর্ণিঝড় তখতে 15 মে রবিবার রাত আড়াইটে নাগাদ পাঞ্জিম-গোয়ার 150 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মুম্বইয়ের 490 কিলোমিটার দক্ষিণে এবং গুজরাতের ভেরাভাল থেকে 730 কিলোমিটারের দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ৷ মঙ্গলবার ভোরের দিকে পোরবন্দর ও ভাবনাগড় জেলার মহুভার উপর দিয়ে গুজরাত উপকূল অতিক্রম করবে ৷

  • The SCS “Tauktae” intensified into a VSCS, lay centred at 0230 hrs IST of 16th May about 150 km southwest of Panjim-Goa, 490 km south of Mumbai, 730 km SSWest of Veraval (Gujarat). cross Gujarat coast between Porbandar & Mahuva (Bhavnagar district) around 18th May early morning.

    — India Meteorological Department (@Indiametdept) May 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইএমডি-এর তরফে মোট চারটি উপকূলে মাছ ধরায় সতর্কতা জারি করা হয়েছে ৷ পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরালা-কর্নাটক-গোয়া-মহারাষ্ট্র উপকূলে মাছ ধরা বন্ধ করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷ ভারতীয় বায়ুসেনা 16টি ট্রান্সপোর্ট বিমান নিয়ে এবং 18টি হেলিকপ্টারকে পরিস্থিতি মোকাবিলায় তৈরি রেখেছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত এবং মহারাষ্ট্রে 50টিরও বেশি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রাখা হয়েছে ৷

আরও খবর: শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম

নয়া দিল্লি, 16 মে: ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তখতে ৷ মঙ্গলবার 18 মে গুজরাত উপকূলের উপর দিয়ে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ৷ রবিবার ভারত আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তরফে এই খবর জানানো হয়েছে ৷

রবিবার ভোরে একটি টুইটে ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার 15 মে রাত সাড়ে এগারোটা নাগাদ ঘূর্ণিঝড়টি মুম্বই থেকে 520 কিলোমিটার দক্ষিণে এবং পাঞ্জিম-গোয়ার প্রায় 170 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের উপর অবস্থিত ছিল ৷ ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে আগামী 18 মে মঙ্গলবার ভোরের দিকে এটি সম্ভবত পোরবন্দর ও ভাবনাগড় জেলার মহুভার উপর দিয়ে গুজরাত উপকূল দিয়ে বইতে পারে ৷

  • The CS Tauktae lay centred at 2330 IST of 15th May over Arabian Sea about 170 km southwest of Panjim-Goa, 520 km south of Mumbai. It is very likely to intensify into a VSCS, cross Gujarat coast between Porbandar & Mahuva (Bhavnagar district) around 18th May early morning. pic.twitter.com/OzRsI6hoBB

    — India Meteorological Department (@Indiametdept) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে আরও একটি টুইটে এই দফতর জানায়, বিধ্বংসী ঘূর্ণিঝড় তখতে 15 মে রবিবার রাত আড়াইটে নাগাদ পাঞ্জিম-গোয়ার 150 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মুম্বইয়ের 490 কিলোমিটার দক্ষিণে এবং গুজরাতের ভেরাভাল থেকে 730 কিলোমিটারের দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ৷ মঙ্গলবার ভোরের দিকে পোরবন্দর ও ভাবনাগড় জেলার মহুভার উপর দিয়ে গুজরাত উপকূল অতিক্রম করবে ৷

  • The SCS “Tauktae” intensified into a VSCS, lay centred at 0230 hrs IST of 16th May about 150 km southwest of Panjim-Goa, 490 km south of Mumbai, 730 km SSWest of Veraval (Gujarat). cross Gujarat coast between Porbandar & Mahuva (Bhavnagar district) around 18th May early morning.

    — India Meteorological Department (@Indiametdept) May 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইএমডি-এর তরফে মোট চারটি উপকূলে মাছ ধরায় সতর্কতা জারি করা হয়েছে ৷ পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং কেরালা-কর্নাটক-গোয়া-মহারাষ্ট্র উপকূলে মাছ ধরা বন্ধ করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷ ভারতীয় বায়ুসেনা 16টি ট্রান্সপোর্ট বিমান নিয়ে এবং 18টি হেলিকপ্টারকে পরিস্থিতি মোকাবিলায় তৈরি রেখেছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত এবং মহারাষ্ট্রে 50টিরও বেশি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রাখা হয়েছে ৷

আরও খবর: শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম

Last Updated : May 16, 2021, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.