দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজ সংসদে 2021-22 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সকাল 11টায় বাজেট পেশ করবেন তিনি । এটি নরেন্দ্র মোদি সরকারের নবম বার্ষিক বাজেট ।
গত প্রায় এক বছর ধরে করোনার কারণে দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় পৌঁছেছে । বিশেষজ্ঞদের মতে, একটি দূরদর্শী বাজেট অর্থনীতিকে ফের চাঙ্গা করতে পারে । জানুয়ারি মাসে নির্মলা সীতারমন বলেছিলেন, 2021 সালের বাজেট (এপ্রিল যে অর্থবর্ষ শুরু হবে ) এমন হবে, যা আগে কখনও হয়নি ।
অন্যদিকে, অর্থনীতিবিদদের বিশ্বাস, 2021 অর্থবর্ষে জিডিপি 7 থেকে 8 শতাংশ হ্রাস পাবে । কারণ, করোনার জেরে লকডাউনের কারণে দেশের অর্থনীতি মন্দার পর্যায়ে রয়েছে । নির্মলা সীতারমন উপস্থাপিত শেষ বাজেটের পর থেকে ভারতীয় অর্থনীতিতে 2021 অর্থবর্ষে জিডিপি 2.24 লাখ কোটি টাকা থেকে কমে হয়েছে 1.94 লাখ কোটি টাকা । এদিকে, 29 জানুয়ারি সংসদে আর্থিক সমীক্ষা পেশের সময় 2021-2022 সালে দেশের আর্থিক বৃদ্ধির হার 11%-এ পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন নির্মলা সীতারমন ।
আরও পড়ুন, অর্থনীতিকে টেনে তুলতে ব্যবস্থা নাকি জনমোহিনী, কোন পথে নির্মলা ?
করোনা আবহে দেশে যে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে, তা পূরণ করতে অনেকটাই সময় লাগবে । সেক্ষেত্রে, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক কোন কোন দিকে নজর দেবেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে কতটা বরাদ্দ করবেন তিনি, সেদিকে নজর রয়েছে দেশবাসীর । করোনার প্রভাব পড়েছে শিক্ষা ও রেল পরিষেবাতেও । সেক্ষেত্রে এই দু'টি দিকে অর্থমন্ত্রী নজর দেবেন কি না, সেই প্রশ্নও উঠছে ।