নয়াদিল্লি, 20 এপ্রিল : করোনার বাড়বাড়ন্ত । এবার স্থগিত করা হল ইউজিসি-নেট পরীক্ষা । 2 মে থেকে 17 মের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির জেরে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল ।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরবর্তী দিনক্ষণ পরীক্ষার কমপক্ষে 15 দিন আগে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ করোনা আবহে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এনটিএকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন ৷"
আরও পড়ুন : সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে
পরবর্তী নির্দেশিকার জন্য পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট www.nta.ac.in এবং ugcnet.nta.nic.in -এ চোখ রাখার জন্য বলা হয়েছে ৷