অন্ধ্রপ্রদেশ, 19 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh Rape) দুটি পৃথক ঘটনায় দুজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠল ৷ দু দিনের ব্যবধানে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে (Tribal Women Raped-Murdered)৷
শনিবার আনাকাপাল্লির অচ্যুতাপুরম এসইজেড এলাকায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুুন করার অভিযোগ উঠেছে এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ৷ অপর একটি ঘটনায় শুক্রবার পালনাদুর মাচেরলায় এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে (Woman Gang raped)৷
অচ্যুতাপুরমে বাড়িতে ছেলেমেয়েদের রেখে স্বামীর সঙ্গে এসইজেড-এ যেতেন ৷ সেখানেই আরসিএল কোম্পানির এক কনট্রাক্টরের সঙ্গে কাজ করেন ওই মহিলার স্বামী ৷ পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করতেন নিগৃহীতা ৷ অভিযোগ, শনিবার পশ্চিমবঙ্গ থেকে যাওয়া এক পরিযায়ী শ্রমিক বাড়িতে একা দেখতে পান ওই আদিবাসী মহিলাকে ৷ 25 বছরের সুজন সর্দার তাঁকে ধর্ষণ করে এবং স্বামীকে বলে দেওয়ার হুমকি দিলে অভিযুক্ত নিগৃহীতাকে খুন করে বলে অভিযোগ ৷ মাথায় লোহার রড দিয়ে খুন করে সে দেহটি কুয়োয় ফেলে দেয় বলে জানিয়েছে পুলিশ ৷ ওই এলাকায় সুজনই আগের দিন গিয়েছিল এটা জানতে পেরে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত (Two tribal women raped and murdered)৷
আরও পড়ুন: মাঝরাতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! পলাতক 3 যুবক
মাচেরলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ পুলিশ জানিয়েছে, 40 বছরের ওই মহিলা বহু বছর ধরে আশা কর্মী হিসেবে কাজ করতেন ৷ সম্প্রতি তিনি নিজের ফোন হারিয়ে ফেলেছেন ৷ একজন তাঁকে তাঁর ফোন খুঁজতে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয় ৷ শুক্রবার ওই মহিলাকে দেখা করতে বলে সেই যুবক ৷ তার সঙ্গে দেখা করার পরই জোর করে ওই মহিলাকে একটি বাসের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ নিগৃহীতা চিৎকার করে উঠতে তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করে অভিযুক্তরা তাঁকে খুন করে বলে অভিযোগ ৷ পুলিশে ঘটনার তদন্ত শুরু করেছে ৷