ETV Bharat / bharat

Meerut Tower Collapse Incident: মেরঠে টাওয়ার ধসে মৃত বাংলার 2 শ্রমিক, আহত আরও ছয়

মিরাটে হাই টেনশন লাইন টাওয়ার ধসে (Tower of high tension line collapse) মারা গিয়েছে বাংলার 2 শ্রমিক ৷ তাঁদের দুজনের বাড়ি মালদায় বলে পুলিশ জানিয়েছে (Migrant Labourers of Bengal died in Meerut) ৷ ঘটনায় আহত আরও 6 জন শ্রমিক ৷

tower collapsed in Uttar Pradesh
tower collapsed in Uttar Pradesh
author img

By

Published : Nov 16, 2022, 3:43 PM IST

মিরাট(উত্তরপ্রদেশ), 16 নভেম্বর: বুধবার উত্তরপ্রদেশর মেরঠের এক গ্রামে নির্মীয়মান হাই টেনশন লাইন টাওয়ার ভেঙে মৃত্যু হল বাংলার দুই শ্রমিকের (Migrant Labourers of Bengal died in Meerut) ৷ 6 জন শ্রমিক আহত হয়েছেন । আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । টাওয়ার ধসে ঘটনায় আশপাশের এলাকাতেও চাঞ্চল্য সৃষ্টি হয় । একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ।

জানা গিয়েছে, এল অ্যান্ড টি কোম্পানির পক্ষ থেকে মুন্ডালি থানা এলাকার আজরাডায় হাই টেনশন লাইন টাওয়ার নির্মাণের কাজ চলছে । গ্রামবাসীদের অভিযোগ, টাওয়ারের ভিত মজবুত ছিল না । সে কারণেই যখন টাওয়ারে উঠে কাজ করছিলেন শ্রমিকরা, তখন হঠাৎ টাওয়ারটি ধসে পড়ে (Tower collapsed in Uttar Pradesh) ।

এসপি দেহাত কেশব কুমার বলেন, "টাওয়ার নির্মাণের কাজ চলছিল । তারপর হঠাৎ টাওয়ারটি পড়ে গেল । এতে উপরে কাজ করতে থাকা শ্রমিক হাসরাত (25) ও আজমল (24) নামে দু'জন মারা গিয়েছেন (Two Bengal labourers died) । তাঁরা পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা ছিলেন । সেসময় ঘটনাস্থলে কর্মরত আরও 6 কর্মচারী টাওয়ারের নীচে চলে আসেন । তাঁদের মধ্যে দু'জন কর্মচারীর অবস্থা খুবই গুরুতর ।"

আরও পড়ুন: স্নাতক হয়েও পরিযায়ী শ্রমিক ! মিজোরামের পাথর খাদান ধসে মৃত সুব্র

এসএসপি রোহিত সিং সাজওয়ান বলেন, "কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । এর থেকে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।"

মিরাট(উত্তরপ্রদেশ), 16 নভেম্বর: বুধবার উত্তরপ্রদেশর মেরঠের এক গ্রামে নির্মীয়মান হাই টেনশন লাইন টাওয়ার ভেঙে মৃত্যু হল বাংলার দুই শ্রমিকের (Migrant Labourers of Bengal died in Meerut) ৷ 6 জন শ্রমিক আহত হয়েছেন । আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । টাওয়ার ধসে ঘটনায় আশপাশের এলাকাতেও চাঞ্চল্য সৃষ্টি হয় । একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ।

জানা গিয়েছে, এল অ্যান্ড টি কোম্পানির পক্ষ থেকে মুন্ডালি থানা এলাকার আজরাডায় হাই টেনশন লাইন টাওয়ার নির্মাণের কাজ চলছে । গ্রামবাসীদের অভিযোগ, টাওয়ারের ভিত মজবুত ছিল না । সে কারণেই যখন টাওয়ারে উঠে কাজ করছিলেন শ্রমিকরা, তখন হঠাৎ টাওয়ারটি ধসে পড়ে (Tower collapsed in Uttar Pradesh) ।

এসপি দেহাত কেশব কুমার বলেন, "টাওয়ার নির্মাণের কাজ চলছিল । তারপর হঠাৎ টাওয়ারটি পড়ে গেল । এতে উপরে কাজ করতে থাকা শ্রমিক হাসরাত (25) ও আজমল (24) নামে দু'জন মারা গিয়েছেন (Two Bengal labourers died) । তাঁরা পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা ছিলেন । সেসময় ঘটনাস্থলে কর্মরত আরও 6 কর্মচারী টাওয়ারের নীচে চলে আসেন । তাঁদের মধ্যে দু'জন কর্মচারীর অবস্থা খুবই গুরুতর ।"

আরও পড়ুন: স্নাতক হয়েও পরিযায়ী শ্রমিক ! মিজোরামের পাথর খাদান ধসে মৃত সুব্র

এসএসপি রোহিত সিং সাজওয়ান বলেন, "কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । এর থেকে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.