1. মন্ত্রিসভার পর ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের
গত বুধবার মন্ত্রিসভায় (Modi Cabinet) রদবদল করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার পরই একাধিক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিতে (Cabinet Committee) রদবদল করল মোদি সরকার ৷ রাজনীতি সম্পর্কিত ক্যাবিনেট কমিটিতে মোদির নেতৃত্বে এবার কাজ করার সুযোগ পেতে চলেছেন স্মৃতি ইরানি (Smriti Irani), ভূপিন্দর যাদব এবং সর্বানন্দ সোনেওয়াল (Sarbananda Sonowal) ৷
2. স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক
করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে । এরই মধ্যে নতুন করে আশঙ্কা দানা বাঁধছে তৃতীয় ঢেউ নিয়ে । বন্ধ রয়েছে স্কুল-কলেজ । তবে মহারাষ্ট্রের বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাই চাইছেন স্কুল আবার খুলে যাক । সম্প্রতি মহারাষ্ট্র কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (SCERT) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের 85 শতাংশ অভিভাবক ও অভিভাবিকারাই স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন ।
3. মধ্যপ্রদেশে জুন মাসে করোনায় মৃত্যুর পুনর্মূল্যায়ন, 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা 1478
মধ্যপ্রদেশের দৈনিক করোনা সংক্রান্ত তথ্য ‘সার্থক’ নামে তাদের সরকারি ওয়েব সাইটে তুলতে হয় জেলা স্বাস্থ্য দফতরকে ৷ কিন্তু, অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের একাধিক জেলার স্বাস্থ্য দফতর থেকে মৃত্যু পরিসংখ্যান তাদের সরকারি ওয়েব সাইটে তোলা হয়নি ৷
4. Sundar Pichai : ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা
সাক্ষাৎকারে ভারতের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ গুগল কর্তা সুন্দর পিচাই ৷ জানালেন, ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে ৷ একইসঙ্গে, আশঙ্কা প্রকাশ করলেন মুক্ত ইন্টারনেট ব্যবহারের উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ নিয়ে ৷
5. অনলাইন ক্লাসের জন্য দেওয়া স্মার্টফোন ও ট্যাব ব্যবহার হচ্ছে বিনোদনে !
সরকার থেকে অনলাইনে পড়াশোনার জন্য দেওয়া ট্যাব ব্য়বহার হচ্ছে বিনোদনের জন্য ৷ এবার এমনই চাঞ্চল্যকার তথ্য উঠে এল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের করা এক সমীক্ষায় ৷ অভিযোগ, অধিকাংশ পড়ুয়া অনলাইন ক্লাস না করে, সেই সময় বিনোদনের মধ্যে ডুবে থাকছে ৷ যা নিয় উদ্বেগপ্রকাশ করেছে শিক্ষামহল ৷
6. WI vs AUS : গেইলের 67, অজ়িদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় জয় ক্যারিবিয়ানদের
পাঁচ বছর পর ফের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অর্ধশতরান করলেন ক্রিস গেইল ৷ শেষবার 2016 সালে মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন 'দ্য ইউনিভার্সাল বস' ৷ নিজের 67 রানের ইনিংসে সাতটি বিশাল ছক্কা ও চারটি চার মারেন ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই অজ়ি পেসার জস হেজেলউডেকে একটি ছক্কা ও পরপর তিনটি চার মারেন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷
7. Weather Forecast : নিম্নচাপ জের, রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত
ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামিকাল দেশজুড়ে বাড়বে বৃষ্টিপাত ৷ পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়বে ৷ কারণ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ থেকে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপ ৷ তার প্রভাবে এরাজ্যেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
8. Andrew Yule & Company : কলকাতায় ঝাঁপ বন্ধ করছে আরও একটি সংস্থা, কাজ হারাবেন প্রায় 250 শ্রমিক
কলকাতায় ঝাঁপ বন্ধ করছে আরও একটি সংস্থা ৷ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত পিএসইউ সংস্থা অ্য়ান্ড্রিউ ইউল অ্য়ান্ড কোম্পানি তাদের দক্ষিণ কলকাতার ময়ূরভঞ্জের ইলেকট্রিক্যাল ইউনিটটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর জেরে কাজ হারাবেন প্রায় 250 শ্রমিক ৷
9. Post Poll Violence : নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের
অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলেও মৃতের ভাই দেহ শনাক্ত করতে পারছেন না । সেই জন্যই ডিএনএ পরীক্ষায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ । সাত দিনের মধ্যে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে ।
10. পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুন
ডায়মন্ড হারবারের চাঁদনগরে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ৷ বিবাহিতা প্রেমিকার বাড়ির অদূরেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় অনুমান করা হচ্ছে যে পরকীয়া সম্পর্কের জেরে খুন হতে হয়েছে তাঁকে ৷ ডায়মন্ড হারবার থানার পুলিশ যুবকের প্রেমিকা এবং তার স্বামীকে গ্রেফতার করেছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে ৷