ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - দুপুর 1 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়  দুপুর 1 টা
টপ নিউজ় দুপুর 1 টা
author img

By

Published : Jul 1, 2021, 1:03 PM IST

1.Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) বড় সাফল্য ৷ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত আটটি দেশ করোনার টিকা হিসাবে এসআইআই-এর (SII) তৈরি কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি দিল ৷ এই আটটি দেশের মধ্যে রয়েছে জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন এবং সুইৎজারল্যান্ড ৷ তাদের স্বীকৃত করোনা টিকার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের কোভিশিল্ড ৷

2.রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হলেও, রাস্তায় দেখা নেই বাসের ৷ বিশেষ করে অধিকাংশ বেসরকারি বাস মালিকরা ক্ষতির আশঙ্কায় বাস না নামানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আর সেই সুযোগে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে কলকাতার অধিকাংশ অটোচালকরা ৷ এমনকি অভিজ্ঞতার কথা শোনালেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার কর্মী অর্ঘ ঘোষ ৷

3.LPG Cylinder Price: আরও দামি রান্নার গ্যাস, কোথায় কত দাম ?

দাম আরও বাড়ল রান্নার গ্য়াসের (LPG Cylinders) ৷ এলপিজি গ্যাসের ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম (LPG Gas Price Hike) আরও 25 টাকা বাড়ল আজ থেকে ৷

4.Covid-19 : সরকারি বিধি-নিষেধ শিকেয়, করণদিঘিতে চলছে একাধিক কিন্ডারগার্টেন

করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক কিন্ডারগার্টেন স্কুল চালানো হচ্ছে করণদিঘিতে ৷ বেসরকারি এই স্কুলগুলিতে না রয়েছে কোনও কোভিড বিধি, মানা হচ্ছে না সামাজিক দূরত্বও ৷ স্কুলের গাড়িতেও গাদাগাদি করে আনা হচ্ছে বাচ্চাদের ৷ আলতাপুরের এমনই একটি নার্সারি স্কুলের কথা জানতে পেরে জেলাশাসকের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে ৷ জানানো হয়েছে, এলাকার এমন অন্যান্য স্কুলগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷

5.Messi : বার্সায় নেই লিও! ফের চুক্তিতে দশ বার ভাবছেন এলএম10

বার্সা সভাপতি জন লোপার্তা মেসিকে বুঝিয়ে ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই করানোর মরিয়া চেষ্টা করছেন ৷ তবে এখনও পর্যন্ত কোনই ইতিবাচক ফল দেখা যায়নি ৷

6.রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

নয়া নির্দেশিকা (Covid Restrictions) মেনে রাস্তায় নামল বাস ও অটো ৷ তবে বেসরকারি বাস (Private Bus) দেখা গিয়েছে হাতে গোনা ৷ বিভিন্ন রুটে অটোর ভাড়াও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ফলে হয়রানির শিকার আমজনতা ৷

7.Covovax : শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল এখনই নয়, জানিয়ে দিল ডিসিজিআই

সোমবার ড্রাগস কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে 2 থেকে 17 বছরের শিশুদের উপর ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়ে আবেদন করে সিরাম ৷ জানানো হয়, দেশের 10 জায়গায় মোট 920 জন শিশুর উপর এই ট্রায়াল চালানো হবে ৷

8.অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

প্রতি কিলোমিটারে ভাড়়া বেড়েছে প্রায় 5 টাকা করে । ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলতে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে পরিবহন দফতরে ডেকে পাঠানো হয়েছে ।

9.Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সার্জে কার্জাকিনের 2002 সালের গড়া রেকর্ড ৷ এতদিন কার্জাকিন ছিলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ৷

10.Raju Bista : দার্জিলিং ও কালিম্পংয়ে সাংসদ রাজু বিস্তার উদ্যোগে স্থায়ী আধার সেবা কেন্দ্রের উদ্যোগ

দার্জিলিং এবং কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য জমি চিহ্নিতকরণের কাজে চলছে ৷ পাহাড়ে চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ তা নজরে আসায় উদ্য়োগী হন সাংসদ রাজু বিস্তা ৷ তিনি সেখানে আধার কেন্দ্র চালুর করার আবেদন জানিয়ে ইউআইডিএআই বিভাগে চিঠি দিয়েছিলেন ৷

1.Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) বড় সাফল্য ৷ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত আটটি দেশ করোনার টিকা হিসাবে এসআইআই-এর (SII) তৈরি কোভিশিল্ডকে (Covishield) স্বীকৃতি দিল ৷ এই আটটি দেশের মধ্যে রয়েছে জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন এবং সুইৎজারল্যান্ড ৷ তাদের স্বীকৃত করোনা টিকার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের কোভিশিল্ড ৷

2.রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়

সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হলেও, রাস্তায় দেখা নেই বাসের ৷ বিশেষ করে অধিকাংশ বেসরকারি বাস মালিকরা ক্ষতির আশঙ্কায় বাস না নামানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আর সেই সুযোগে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে কলকাতার অধিকাংশ অটোচালকরা ৷ এমনকি অভিজ্ঞতার কথা শোনালেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার কর্মী অর্ঘ ঘোষ ৷

3.LPG Cylinder Price: আরও দামি রান্নার গ্যাস, কোথায় কত দাম ?

দাম আরও বাড়ল রান্নার গ্য়াসের (LPG Cylinders) ৷ এলপিজি গ্যাসের ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম (LPG Gas Price Hike) আরও 25 টাকা বাড়ল আজ থেকে ৷

4.Covid-19 : সরকারি বিধি-নিষেধ শিকেয়, করণদিঘিতে চলছে একাধিক কিন্ডারগার্টেন

করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক কিন্ডারগার্টেন স্কুল চালানো হচ্ছে করণদিঘিতে ৷ বেসরকারি এই স্কুলগুলিতে না রয়েছে কোনও কোভিড বিধি, মানা হচ্ছে না সামাজিক দূরত্বও ৷ স্কুলের গাড়িতেও গাদাগাদি করে আনা হচ্ছে বাচ্চাদের ৷ আলতাপুরের এমনই একটি নার্সারি স্কুলের কথা জানতে পেরে জেলাশাসকের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে ৷ জানানো হয়েছে, এলাকার এমন অন্যান্য স্কুলগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷

5.Messi : বার্সায় নেই লিও! ফের চুক্তিতে দশ বার ভাবছেন এলএম10

বার্সা সভাপতি জন লোপার্তা মেসিকে বুঝিয়ে ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই করানোর মরিয়া চেষ্টা করছেন ৷ তবে এখনও পর্যন্ত কোনই ইতিবাচক ফল দেখা যায়নি ৷

6.রাস্তায় অমিল বেসরকারি বাস, অটো ভাড়া আকাশছোঁয়া ; চরম দুর্ভোগে আমজনতা

নয়া নির্দেশিকা (Covid Restrictions) মেনে রাস্তায় নামল বাস ও অটো ৷ তবে বেসরকারি বাস (Private Bus) দেখা গিয়েছে হাতে গোনা ৷ বিভিন্ন রুটে অটোর ভাড়াও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ফলে হয়রানির শিকার আমজনতা ৷

7.Covovax : শিশুদের শরীরে কোভোভ্যাক্সের ট্রায়াল এখনই নয়, জানিয়ে দিল ডিসিজিআই

সোমবার ড্রাগস কন্টোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে 2 থেকে 17 বছরের শিশুদের উপর ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের অনুমতি চেয়ে আবেদন করে সিরাম ৷ জানানো হয়, দেশের 10 জায়গায় মোট 920 জন শিশুর উপর এই ট্রায়াল চালানো হবে ৷

8.অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি

প্রতি কিলোমিটারে ভাড়়া বেড়েছে প্রায় 5 টাকা করে । ইতিমধ্যে বিষয়টি নিয়ে কথা বলতে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে পরিবহন দফতরে ডেকে পাঠানো হয়েছে ।

9.Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সার্জে কার্জাকিনের 2002 সালের গড়া রেকর্ড ৷ এতদিন কার্জাকিন ছিলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ৷

10.Raju Bista : দার্জিলিং ও কালিম্পংয়ে সাংসদ রাজু বিস্তার উদ্যোগে স্থায়ী আধার সেবা কেন্দ্রের উদ্যোগ

দার্জিলিং এবং কালিম্পংয়ে আধার সেবা কেন্দ্র চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য জমি চিহ্নিতকরণের কাজে চলছে ৷ পাহাড়ে চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ তা নজরে আসায় উদ্য়োগী হন সাংসদ রাজু বিস্তা ৷ তিনি সেখানে আধার কেন্দ্র চালুর করার আবেদন জানিয়ে ইউআইডিএআই বিভাগে চিঠি দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.