ETV Bharat / bharat

Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প - রাজীব বন্দ্যোপাধ্য়ায়

দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি তুমুল জনপ্রিয়তা পেয়েছে পশ্চিমবঙ্গে ৷ এই প্রকল্পগুলিকেই হাতিয়ার করে ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ রবিবার আগরতলার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিশ্রুতি, তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হলে তিনমাসের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি প্রকল্প ত্রিপুরাতেও চালু হয়ে যাবে ৷

tmc leaders promoting different government projects of west bengal in tripura
Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প
author img

By

Published : Oct 31, 2021, 5:05 PM IST

আগরতলা, 31 অক্টোবর : দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ৷ ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার জনপ্রিয় বিভিন্ন সরকারি প্রকল্প ৷ রবিবার আগরতলায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সভামঞ্চ থেকে বিজেপিকে হটিয়ে রাজ্যে তৃণমূলের সরকার গঠনের ডাক দেন তিনি ৷ আর সেই আবদনে অভিষেকের হাতিয়ার ছিল, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাজের খতিয়ান ৷ অভিষেকের প্রশ্ন, ‘‘বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার হলে ত্রিপুরার মেয়েরা কী দোষ করলেন ?’’ শুধু কন্যাশ্রী নয়, অভিষেকের প্রতিশ্রুতি ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়, তাহলে তিনমাসের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি প্রকল্প ত্রিপুরাতেও চালু হয়ে যাবে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

উন্নয়নের প্রশ্নে সরাসরি বিপ্লব দেব ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, ‘‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের অর্থ হল ডাবল চোরের সরকার’’ ৷ অভিষেকের অভিযোগ, বাম আমলে ত্রিপুরার মানুষ যেটুকু স্বাধীনতা পেতেন, এখনও তাও নেই ৷ এখন মানুষ রাস্তায় বেরোতে ভয় পান ৷ বিপ্লব দেব আশ্বাস দিয়েছিলেন, মিসড কলের মাধ্যমে নতুন কর্মনিয়োগ হবে ৷ বদলে তাঁর আমলে 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে ৷ রাজ্যে বেড়েছে বেকারত্ব ৷ মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে ৷ অভিষেকের বক্তব্য, নরেন্দ্র মোদি দেশের সমস্ত নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু সেই টাকা আজও পায়নি মানুষ ৷ অথচ, পশ্চিমবঙ্গে কন্য়াশ্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে ৷

অভিষেকের অভিযোগ, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডামি বেড়েছে ৷ তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হলে এই গুন্ডাদেরই পাঁচ বছর ধরে পাপের প্রায়চিত্ত করাবেন তিনি ৷ যারা আজ মোটরবাইকে চড়ে মানুষকে ভয় দেখাচ্ছে, তারাই তৃণমূলের শাসনে বাড়ির দরজায় দরজায় ঘুরে মানুষকে দুয়ারে সরকারের ফর্ম পূরণ করার জন্য আবেদন জানাবে ৷ অভিষেকের কথায়, বিপ্লব দেবের দুয়ারে গুন্ডার বদলে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে ত্রিপুরায় ৷ একইসঙ্গে, অভিষেকের প্রতিশ্রুতি, বিজেপি জমানায় যে শিক্ষকদের চাকরি গিয়েছে, তাঁদের সকলের চাকরি যাতে ফেরানো যায়, তার জন্য তাঁদের পাশে থেকে লড়াই করবে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

শুধু অভিষেক নন ৷ এদিনের সভামঞ্চ থেকে তৃণমূলে ফেরত আসা রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) এবং কুণাল ঘোষের (Kunal Ghosh) গলাতেও বাংলার বিভিন্ন প্রকল্পের জয়জয়কার শোনা গিয়েছে ৷ এমনকী, মমতার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে ‘বাংলার মেয়ে’কে ‘ভারতের মা’ বলেও সম্বোধন করেন রাজীব ৷ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও উন্নয়নের খতিয়ান ছিল তৃণমূলের অন্যতম ইউএসপি ৷ এবার সেই এক ফর্মুলাতেই ত্রিপুরাতেও বাজিমাৎ করতে চাইছে তারা ৷

আগরতলা, 31 অক্টোবর : দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ৷ ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার জনপ্রিয় বিভিন্ন সরকারি প্রকল্প ৷ রবিবার আগরতলায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সভামঞ্চ থেকে বিজেপিকে হটিয়ে রাজ্যে তৃণমূলের সরকার গঠনের ডাক দেন তিনি ৷ আর সেই আবদনে অভিষেকের হাতিয়ার ছিল, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাজের খতিয়ান ৷ অভিষেকের প্রশ্ন, ‘‘বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার হলে ত্রিপুরার মেয়েরা কী দোষ করলেন ?’’ শুধু কন্যাশ্রী নয়, অভিষেকের প্রতিশ্রুতি ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়, তাহলে তিনমাসের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি প্রকল্প ত্রিপুরাতেও চালু হয়ে যাবে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

উন্নয়নের প্রশ্নে সরাসরি বিপ্লব দেব ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেছেন অভিষেক ৷ তাঁর কথায়, ‘‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের অর্থ হল ডাবল চোরের সরকার’’ ৷ অভিষেকের অভিযোগ, বাম আমলে ত্রিপুরার মানুষ যেটুকু স্বাধীনতা পেতেন, এখনও তাও নেই ৷ এখন মানুষ রাস্তায় বেরোতে ভয় পান ৷ বিপ্লব দেব আশ্বাস দিয়েছিলেন, মিসড কলের মাধ্যমে নতুন কর্মনিয়োগ হবে ৷ বদলে তাঁর আমলে 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে ৷ রাজ্যে বেড়েছে বেকারত্ব ৷ মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে ৷ অভিষেকের বক্তব্য, নরেন্দ্র মোদি দেশের সমস্ত নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু সেই টাকা আজও পায়নি মানুষ ৷ অথচ, পশ্চিমবঙ্গে কন্য়াশ্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে ৷

অভিষেকের অভিযোগ, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডামি বেড়েছে ৷ তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হলে এই গুন্ডাদেরই পাঁচ বছর ধরে পাপের প্রায়চিত্ত করাবেন তিনি ৷ যারা আজ মোটরবাইকে চড়ে মানুষকে ভয় দেখাচ্ছে, তারাই তৃণমূলের শাসনে বাড়ির দরজায় দরজায় ঘুরে মানুষকে দুয়ারে সরকারের ফর্ম পূরণ করার জন্য আবেদন জানাবে ৷ অভিষেকের কথায়, বিপ্লব দেবের দুয়ারে গুন্ডার বদলে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে ত্রিপুরায় ৷ একইসঙ্গে, অভিষেকের প্রতিশ্রুতি, বিজেপি জমানায় যে শিক্ষকদের চাকরি গিয়েছে, তাঁদের সকলের চাকরি যাতে ফেরানো যায়, তার জন্য তাঁদের পাশে থেকে লড়াই করবে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

শুধু অভিষেক নন ৷ এদিনের সভামঞ্চ থেকে তৃণমূলে ফেরত আসা রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee) এবং কুণাল ঘোষের (Kunal Ghosh) গলাতেও বাংলার বিভিন্ন প্রকল্পের জয়জয়কার শোনা গিয়েছে ৷ এমনকী, মমতার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে ‘বাংলার মেয়ে’কে ‘ভারতের মা’ বলেও সম্বোধন করেন রাজীব ৷ পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের সময়েও উন্নয়নের খতিয়ান ছিল তৃণমূলের অন্যতম ইউএসপি ৷ এবার সেই এক ফর্মুলাতেই ত্রিপুরাতেও বাজিমাৎ করতে চাইছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.