ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বাস উল্টে মৃত 3 পরিযায়ী, আহত 24

author img

By

Published : Apr 20, 2021, 3:29 PM IST

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস উল্টে মৃত্যু হল 3 জনের ৷ আহত হয়েছে 24 জন ৷ আহতদের জাইরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বাসটিতে অতিরিক্ত যাত্রী থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷

পরিযায়ী শ্রমিকের বাস উল্টে মৃত 3 , আহত 24
পরিযায়ী শ্রমিকের বাস উল্টে মৃত 3 , আহত 24

ভোপাল, 20 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর পরই দিল্লি, রাজস্থানে লাগু হয়েছে লকডাউন ৷ একাধিক রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু ৷ আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ গত লকডাউনে তাঁদের দুর্দশার কথা মাথায় রেখেই পরিযায়ীদের এই ব্যস্ততা ৷ দিল্লিতে এক সপ্তাহ আগে জারি হয়েছে লকডাউন ৷ তার মধ্যে বাড়ি ফিরতে গিয়ে বাস উল্টে মৃত্যু হল 3 পরিযায়ী শ্রমিকের ৷ আহত 24 জন ৷ আহতদের জাইরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জোরাসি এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে দিল্লি থেকে মধ্যপ্রদেশের ছতরপুর ও টিকামগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ৷ এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় ৷

সূত্রের খবর, বাস চালককে বারবার অতিরিক্ত যাত্রী তুলতে বারণ করা সত্ত্বেও চালক শোনেননি ৷ এমনকি চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বাস চালানোর অভিযোগ তোলেন যাত্রীরা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে যোগীর স্বস্তি, উত্তরপ্রদেশের 5 শহরে হচ্ছে না লকডাউন

ভোপাল, 20 এপ্রিল : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর পরই দিল্লি, রাজস্থানে লাগু হয়েছে লকডাউন ৷ একাধিক রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু ৷ আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ গত লকডাউনে তাঁদের দুর্দশার কথা মাথায় রেখেই পরিযায়ীদের এই ব্যস্ততা ৷ দিল্লিতে এক সপ্তাহ আগে জারি হয়েছে লকডাউন ৷ তার মধ্যে বাড়ি ফিরতে গিয়ে বাস উল্টে মৃত্যু হল 3 পরিযায়ী শ্রমিকের ৷ আহত 24 জন ৷ আহতদের জাইরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জোরাসি এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে দিল্লি থেকে মধ্যপ্রদেশের ছতরপুর ও টিকামগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ৷ এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় ৷

সূত্রের খবর, বাস চালককে বারবার অতিরিক্ত যাত্রী তুলতে বারণ করা সত্ত্বেও চালক শোনেননি ৷ এমনকি চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বাস চালানোর অভিযোগ তোলেন যাত্রীরা ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে যোগীর স্বস্তি, উত্তরপ্রদেশের 5 শহরে হচ্ছে না লকডাউন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.