আমেদাবাদ, 21 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বোন বাসন্তী বেনের কথা অনেকেই জানেন ৷ কিন্তু তাঁর আরেক বোনও বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ৷ তাঁর সঙ্গে অবশ্য প্রধানমন্ত্রীর কোনও পারিবারিক সম্পর্ক নেই ৷ তিনি আদতে পাকিস্তানের বাসিন্দা ৷ প্রধানমন্ত্রী মোদির এই পাকিস্তানি বোনের নাম কামার জাহান ৷ নরেন্দ্র মোদিকে রাখি পরাতে এই বছরও দিল্লি যাবেন তিনি ৷ তবে এই প্রথম নয়, গত 35 বছর ধরে নরেন্দ্র মোদিকে রাখি পরান ওই পাক মহিলা ৷ তবে বর্তমানে ওই মহিলা ভারতেই থাকেন ৷ কারণ পাকিস্তানি ওই মহিলার বিয়ে হয়েছে আমেদাবাদে ৷
কামার জাহান নামে ওই মহিলা ইটিভি ভারতকে জানিয়েছেন, তিনি গত 35 বছর ধরে নরেন্দ্র মোদিকে চেনেন ৷ গুজরাতের একসময়ের রাজ্যপাল ছিলেন স্বরূপ সিং ৷ তিনিই তাঁকে মেয়ের স্বীকৃতি দেন ৷ কামার জানিয়েছেন, তাঁর কার্যকাল শেষ হওয়ার পর স্বরূপ সিং যখন রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই সময়ে তিনি আমেদাবাদে তাঁর সঙ্গে দেখা করতে যান ৷ নরেন্দ্র মোদি তখন আরএসএস সংগঠক ৷ তিনিও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ৷ তখন মোদির সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন স্বরূপ সিং ৷ কামার জাহানকে স্বরূপ তাঁর মেয়ে বলে পরিচয় দেন ৷
কামার জানিয়েছেন, তখন থেকেই নরেন্দ্র মোদি তাঁকে বোন বলে ডাকেন এবম তখন থেকেই প্রতিবছর তিনি তাঁকে রাখি পরান ৷ তিনি আরও জানিয়েছেন, নরেন্দ্র মোদি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ও বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা, তাই তাঁকে নিয়ে তিনি গর্বিত ৷ তাঁর কথায়, "আমি নরেন্দ্র মোদিকে তখন থেকে জানি যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না ৷ ছিলেন একজন সাধারণ সংগঠক ৷ আমি এটাও জানি একজন সংগঠক থেকে প্রধানমন্ত্রী হতে তাঁকে কত পরিশ্রম করতে হয়েছে ৷ আমি প্রতি বছর প্রধানমন্ত্রীকে রাখি পরাই ৷ এবছরও পরাবো ৷"
আরও পড়ুন: 230 আসনের জন্য প্রত্যাশী 4500, মধ্যপ্রদেশে প্রার্থী বাছতে কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস
তিনি আরও জানিয়েছেন, নিজের হাতে রাখি তৈরি করে তিনি প্রধানমন্ত্রীকে পরাবেন ৷ বরাবারই তাই করেন ৷ তবে করোনার সময় ডাকযোগে রাখি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আবাসে ৷ উৎসবের সময় প্রধানমন্ত্রী তাঁর ও তাঁর পরিবারের খোঁজ খবর নেন বলেও জানিয়েছেন কামার জাহান ৷