ETV Bharat / bharat

তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা - তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা

তেলাঙ্গানা সরকারের আশা জুলাই থেকে অনেক বেশি পরিমাণে টিকাকরণ করা যাবে ৷ এর জন্য গ্লোবাল টেন্ডারও ডাকতে পারে ওই রাজ্যের সরকার ৷

তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা
তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা
author img

By

Published : May 25, 2021, 5:39 PM IST

হায়দরাবাদ, 25 মে : তৃতীয় পর্যায়ের কোভিড টিকাকরণের জন্য প্রস্তুত তেলাঙ্গানা সরকার ৷ ওই রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গাড়ি চালক, সবজি বিক্রিতা, ব্যবসায়ীদের মতো যাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, তাঁদের চিহ্নিত করা হবে ৷ তাঁদের আগে টিকা দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

তিনি জেলাশাসকদের এই বিষয়ে তথ্য জোগাড় করার নির্দেশ আগেই দিয়ে রেখেছেন ৷ সরকারি সূত্রের খবর, জেলাস্তর থেকে রাজ্য সরকারের কাছে এই নিয়ে তথ্য আসা শুরু হয়েছে ইতিমধ্যেই ৷ এর জন্য সরকার বিশেষ করোনা টিকাকরণ কেন্দ্রও গড়ছে ৷

এদিকে মঙ্গলবার কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হল মঙ্গলবার থেকে ৷ টিকা যেমন আছে, সেই অনুসারে 45 বছরের বেশি বয়সীরা এই টিকা পাচ্ছেন ৷ এছাড়া 18-44 বছর বয়সীদের জন্যও 44 লক্ষ টিকার ব্যবস্থা করা হয়েছে ৷ জুন থেকেই এই টিকাকরণের কাজ শুরু হবে ৷

আরও পড়ুন : কর্নাটকে শুধু 45 বয়সোর্ধ্বরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ

তেলাঙ্গানা সরকারের আশা জুলাই থেকে অনেক বেশি পরিমাণে টিকাকরণ করা যাবে ৷ এর জন্য গ্লোবাল টেন্ডারও ডাকতে পারে ওই রাজ্যের সরকার ৷

হায়দরাবাদ, 25 মে : তৃতীয় পর্যায়ের কোভিড টিকাকরণের জন্য প্রস্তুত তেলাঙ্গানা সরকার ৷ ওই রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গাড়ি চালক, সবজি বিক্রিতা, ব্যবসায়ীদের মতো যাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, তাঁদের চিহ্নিত করা হবে ৷ তাঁদের আগে টিকা দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷

তিনি জেলাশাসকদের এই বিষয়ে তথ্য জোগাড় করার নির্দেশ আগেই দিয়ে রেখেছেন ৷ সরকারি সূত্রের খবর, জেলাস্তর থেকে রাজ্য সরকারের কাছে এই নিয়ে তথ্য আসা শুরু হয়েছে ইতিমধ্যেই ৷ এর জন্য সরকার বিশেষ করোনা টিকাকরণ কেন্দ্রও গড়ছে ৷

এদিকে মঙ্গলবার কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হল মঙ্গলবার থেকে ৷ টিকা যেমন আছে, সেই অনুসারে 45 বছরের বেশি বয়সীরা এই টিকা পাচ্ছেন ৷ এছাড়া 18-44 বছর বয়সীদের জন্যও 44 লক্ষ টিকার ব্যবস্থা করা হয়েছে ৷ জুন থেকেই এই টিকাকরণের কাজ শুরু হবে ৷

আরও পড়ুন : কর্নাটকে শুধু 45 বয়সোর্ধ্বরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ

তেলাঙ্গানা সরকারের আশা জুলাই থেকে অনেক বেশি পরিমাণে টিকাকরণ করা যাবে ৷ এর জন্য গ্লোবাল টেন্ডারও ডাকতে পারে ওই রাজ্যের সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.