পিলিভিট (উত্তরপ্রদেশ), 10 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের পিলিভিটের মাধোতান্ডা এলাকার এক কিশোরীকে ধর্ষণ না-করতে পেরে অভিযুক্তরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে (Teenager Burnt Alive) ৷ কিশোরীটি এখন হাসপাতালের বার্ন-ওয়ার্ডে ভর্তি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৷
ঘটনার তিন দিন পরে, ওই কিশোরী এই কথা ভিডিয়োতে জানিয়েছে ৷ যা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ এরপরই পুলিশ প্রশাসন (Madhotanda Police Station) হয়ে ওঠে তৎপর ৷ এরপরই তড়িঘড়ি মাধোতান্ডা থানার অফিসাররা জেলা হাসপাতালে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করে।
পুলিশ সুপার দীনেশ পি (SP Dinesh P) বলেন, "ঘটনাটি মাধোতান্ডা থানার অন্তর্গত। কিশোরীর বয়স 17 বছর ৷ নির্যাতিতার বাবার অভিযোগ, 7 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের মেয়ে বাড়িতে একা ছিল ৷ এ সময় রাজবীর নামে গ্রামের এক বাসিন্দা তাঁদের বাড়িতে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তাতে ব্যর্থ হলে ওই কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্তরা। এরপর প্রতিবেশীরা আওয়াজ পেলে তড়িঘড়ি এসে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বর্তমানে সে চিকিৎসাধীন ৷"
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত
ঘটনার পর শনিবার ওই কিশোরীর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে ওই কিশোরী গ্রামের দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই কিশোরী বলেছে, অভিযুক্তরা ধর্ষণ না-করতে পেরে তার গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে মারতে চায়। ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, পুলিশ সুপার দীনেশ পি, অতিরিক্ত পুলিশ সুপার পবিত্র মোহন ত্রিপাঠি জেলা হাসপাতালে পৌঁছন। ইতিমধ্যেই পুলিশের তরফে পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।