নয়াদিল্লি, 21 জুলাই: জ্ঞানবাপী মসজিদ-কাশী বিশ্বনাথ মন্দির মামলায় (Gyanvapi Mosque-Kashi Vishwanath Temple Case) কোনও রায় ঘোষণার আগে নিম্ন আদালতের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ তার জন্য অপেক্ষা করতেও রাজি শীর্ষ আদালত ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, এই মামলায় বারাণসী জেলা আদালত (Varanasi District Court) কী সিদ্ধান্ত নেয়, তার জন্য অপেক্ষা করা হবে ৷ তাই চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই মামলায় স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত ৷
জ্ঞানবাপী মসজিদ-কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে পুজো করার অনুমতি চেয়ে বারাণসী আদালতে মামলা করেছেন পাঁচ মহিলা ৷ এদিন সেই মামলার শুনানি হয় বারাণসী জেলা আদালতে ৷ উল্লেখ্য, এর আগে মসজিদ চত্বরে একটি ভাস্কর্যের হদিশ পাওয়া গিয়েছিল ৷ যা দেখতে অনেকটা শিবলিঙ্গের মতো ৷ যদিও মসজিদ কমিটির দাবি, সেটি আদতে একটি বহু প্রাচীন ফোয়ারা ৷ কোনও শিবলিঙ্গ নয় ৷ একটি ভিডিয়ো সমীক্ষা করার সময় এই ভাস্কর্যটি খুঁজে পাওয়া গিয়েছিল ৷ আদালত নিযুক্ত এক আধিকারিকই এই ভিডিয়োটি করেছিলেন ৷ গত 19 মে সেটি আদালতে জমা দেওয়া হয় ৷
আরও পড়ুন: Gyanvapi Mosque Row : জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসী দায়রা আদালতের হাতে সঁপে দিল শীর্ষ আদালত
এরপরই বিতর্ক তুঙ্গে ওঠে ৷ সংখ্যাগুরুদের পক্ষ থেকে মসজিদ চত্বরে উপাসনা করার আবেদন উঠতে শুরু করে ৷ অন্যদিকে, মসজিদ কমিটির বক্তব্য, এই আবেদন ন্যায্য নয় ৷ কারণ, দেশের আইন বলছে, এভাবে কোনও প্রতিষ্ঠিত ধর্মীয় স্থানের চরিত্র বদল করা যায় না ৷ এই প্রেক্ষাপটে শীর্ষ আদালত নির্দেশ দেয়, মসজিদের বিতর্কিত অংশটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ তবে, তাতে যেন সংখ্যালঘুদের ধর্মাচারণে কোনও সমস্য়া না হয় ৷ এদিন এই প্রসঙ্গে, নতুন কোনও নির্দেশ দিতে রাজি হয়নি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি পিএস নরশিমার বেঞ্চ ৷