নয়াদিল্লি, 26 এপ্রিল : দেশের 800টি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে তারা ৷ অথচ এ নিয়ে অভিযোগ করছে শুধুমাত্র দিল্লি ৷ সোমবার দিল্লি হাইকোর্টে এমনই দাবি করল অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্স ৷ তাদের দাবি, দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেনের পরিমাণ কমানোর জেরেই এমন ঘটনা ঘটেছে ৷ দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন কাটছাঁট করে তা পাঠানো হয়েছে রাজস্থান ও উত্তরপ্রদেশে ৷ আইনক্সের তরফে জানানো হয়েছে, আগে যেখানে দিল্লির জন্য বরাদ্দ ছিল 105 মেট্রিক টন অক্সিজেন, পরে তা কমিয়ে করা হয় 80 মেট্রিক টন ৷
এদিন আদালতে আইনক্সের আইনজীবী জানান, তাঁদের পানিপথের একটি সংস্থার কাছ থেকে 80 মেট্রিক টন অক্সিজেন নিয়ে যেতে বলা হয় ৷ আইনক্সের আইনজীবীর প্রশ্ন, এটা কি তাঁদের কাজ ? তাঁরা অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করেন ঠিকই, কিন্তু তা বলে অন্য একটি সংস্থার কাছ থেকে অক্সিজেন এনে তা সরবরাহের দায়িত্ব কেন নেবেন তাঁরা ?
এর পাশাপাশি, দিল্লিতে অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়াল সরকারের যে টানাপোড়েন, তা নিয়েও ক্ষুব্ধ আইনক্স কর্তৃপক্ষ ৷ তাদের অভিযোগ, এই বিষয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের নির্দেশ পরস্পরবিরোধী ৷ যার মধ্যে সমতা রাখতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হয় আইনক্সকে ৷
সংস্থার প্রধান সিদ্ধার্থ জৈন এই প্রসঙ্গে আদালতের কাছে নিজের অপারগতা তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘গতকাল দিল্লি সরকার একটি নির্দেশিকা জারি করেছিল ৷ তাতে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলিতে 125 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে ৷ এদিকে, গতকালই আরও একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷ তাতে বলা হয়েছে, দিল্লির জন্য 80 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে ৷ এবার বলুন আমরা কী করব ? দেশের 800টি হাসপাতালে আমরা অক্সিজেন সরবরাহ করছি ৷ অথচ শুধু দিল্লির হাসপাতালগুলোই আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে কেন ? ’’
আরও পড়ুন : অক্সিজেন চাই, তাই চার মাসের জন্য স্টারলাইটকে প্ল্যান্ট চালু করার অনুমতি
সিদ্ধার্থ জৈন এই প্রসঙ্গে বলেন, ‘‘দিল্লির জন্য বরাদ্দ ছিল 490 মেট্রিক টন অক্সিজেন ৷ তার মধ্যে সরবরাহ করা হয়েছে মাত্র 300 মেট্রিক টন ৷ হাসপাতালগুলি বারবার আমাদের জরুরি বার্তা পাঠাচ্ছে ৷ গত সাতদিন আমরা ঘুমোতে পারিনি ৷ দয়া করে এই সমস্য়া মেটান ৷ আমাদের বলে দিন, কোন হাসপাতালে কতটা পরিমাণে অক্সিজেন সরবরাহ করব আমরা ৷’’
এসব ছাড়়াও দেশের নানা প্রান্তে তাদের অক্সিজেনবোঝাই গাড়ি আটকানোর এবং সেগুলোর রুট বদলে দেওয়ারও অভিযোগ করেছে আইনক্স কর্তৃপক্ষ ৷