ETV Bharat / bharat

ভারতে ভ্যাকসিন উৎপাদক সংস্থার খোঁজ বিদেশ পেল, কেন্দ্র নয় ; ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

author img

By

Published : Jun 5, 2021, 10:06 AM IST

দেশি সংস্থা প্যানাসিয়া বায়োটেককে তাদের প্রাপ্য টাকা দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সঙ্গে ভর্ৎসনা করল যে দেশের বাইরের কেউ ভ্যাকসিন উৎপাদন সংস্থা খুঁজে বের করে ফেলল, আর কেন্দ্র পারল না ৷

প্যানাসিয়া বায়োটেক তৈরি করবে স্পুটনিক-ভি
প্যানাসিয়া বায়োটেক তৈরি করবে স্পুটনিক-ভি

নিউদিল্লি, 5 জুন : রাশিয়ার কেউ এসে হিমাচল প্রদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদক সংস্থা খুঁজে পেল, কিন্তু কেন্দ্র সেটা পারল না ৷ প্যানাসিয়া বায়োটেকের একটি মামলার শুনানিতে বিচারপতি মনমোহন আর বিচারপতি নাজমি ওয়াজিরির বেঞ্চ শুক্রবার এই ভাবে ভর্ৎসনা করল কেন্দ্রকে ৷ সঙ্গে এই সংস্থাকে তাদের প্রাপ্য 14 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রকে ৷ আর এই সংস্থাকে দেশের ভ্যাকসিন উৎপাদনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ ৷

প্যানাসিয়া বায়োটেক এই টাকা পাওয়ার জন্য আবেদন করে দিল্লি হাইকোর্টে ৷ তারা জানায় যে এই টাকা পেলে দেশেই রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরি শুরু করতে পারবে ৷ ইতিমধ্যে রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিইএফ)-এর সঙ্গে যৌথ ভাবে ট্রায়ালে রাশিয়ার এই কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন করেছে প্যানাসিয়া ৷

আরও পড়ুন : COVID Vaccine : ডেল্টা ভ্যারিয়্যান্টকে রুখতে কমাতে হবে দু'টি ডোজ়ের মধ্যে সময়সীমা, জানাল ল্যানসেট

দেশে তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন প্যানাসিয়া আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে, আর তা তৈরির লাইসেন্সও নেই, তাই এর আগে এই সংস্থার আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট ৷ তবে এবার এই ছাড়পত্রের সঙ্গে একটি নতুন শর্ত যোগ করেছে দিল্লি হাইকোর্ট ৷ প্যানাসিয়া বায়োটেকের 20 শতাংশ বিক্রির অর্থ হাইকোর্ট রেজিস্ট্রিতে জমা রাখতে হবে ৷

দু'দিন আগে দেশজুড়ে ভ্যাকসিনের হাহাকারের জন্য কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে দিল্লি হাইকোর্টের এই দুই বিচারপতি বলেছিলেন, "দেশে কিছু মানুষ কোনও সম্ভাবনার খোঁজ না করে চুপচাপ বসে আছে, তাদের মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করা উচিত ৷"

নিউদিল্লি, 5 জুন : রাশিয়ার কেউ এসে হিমাচল প্রদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদক সংস্থা খুঁজে পেল, কিন্তু কেন্দ্র সেটা পারল না ৷ প্যানাসিয়া বায়োটেকের একটি মামলার শুনানিতে বিচারপতি মনমোহন আর বিচারপতি নাজমি ওয়াজিরির বেঞ্চ শুক্রবার এই ভাবে ভর্ৎসনা করল কেন্দ্রকে ৷ সঙ্গে এই সংস্থাকে তাদের প্রাপ্য 14 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রকে ৷ আর এই সংস্থাকে দেশের ভ্যাকসিন উৎপাদনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ ৷

প্যানাসিয়া বায়োটেক এই টাকা পাওয়ার জন্য আবেদন করে দিল্লি হাইকোর্টে ৷ তারা জানায় যে এই টাকা পেলে দেশেই রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরি শুরু করতে পারবে ৷ ইতিমধ্যে রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিইএফ)-এর সঙ্গে যৌথ ভাবে ট্রায়ালে রাশিয়ার এই কোভিড-19 ভ্যাকসিন উৎপাদন করেছে প্যানাসিয়া ৷

আরও পড়ুন : COVID Vaccine : ডেল্টা ভ্যারিয়্যান্টকে রুখতে কমাতে হবে দু'টি ডোজ়ের মধ্যে সময়সীমা, জানাল ল্যানসেট

দেশে তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন প্যানাসিয়া আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে, আর তা তৈরির লাইসেন্সও নেই, তাই এর আগে এই সংস্থার আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট ৷ তবে এবার এই ছাড়পত্রের সঙ্গে একটি নতুন শর্ত যোগ করেছে দিল্লি হাইকোর্ট ৷ প্যানাসিয়া বায়োটেকের 20 শতাংশ বিক্রির অর্থ হাইকোর্ট রেজিস্ট্রিতে জমা রাখতে হবে ৷

দু'দিন আগে দেশজুড়ে ভ্যাকসিনের হাহাকারের জন্য কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে দিল্লি হাইকোর্টের এই দুই বিচারপতি বলেছিলেন, "দেশে কিছু মানুষ কোনও সম্ভাবনার খোঁজ না করে চুপচাপ বসে আছে, তাদের মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করা উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.