ETV Bharat / bharat

স্কাইপি ব্য়াবহারকারীদের জন্য় নতুন সুবিধা - স্কাইপি

দের স্কাইপি অ্য়াকাউন্ট নেই তাঁরাও যে কোনও স্কাইপি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং যে 100 জন ভিডিয়ো কলে যোগ দেবেন তাঁদের মধ্য়ে একসঙ্গে 49 জনকে একসঙ্গে স্ক্রিনে দেখতে পারবেন ব্য়বহারকারীরা ৷

skype
স্কাইপি
author img

By

Published : Mar 30, 2021, 9:23 PM IST

নতুন সুবিধা আসছে স্কাইপিতে ৷ এবার থেকে 100 জন স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারবেন ৷ সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে ৷

করোনাকালে ভিডিয়ো কল করার চল বেড়েছে অনেকটাই ৷ শুধু গুরুত্বপূর্ণ অফিসের কাজে নয়, অনেকেই একে অপরের সঙ্গে সরাসরি দেখা না করে ভিডিয়ো কলে ভার্চুয়ারি মিট করছেন ৷ দীর্ঘ সময় ব্য়ায় করছেন তাতে ৷ কিন্তু এতদিন খুব সীমিত সংখ্য়াক স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারতেন ৷ কিন্তু এবার থেকে একসঙ্গে 100 জন একসঙ্গে একটি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং 24 ঘণ্টা টানা ওই ভিডিয়ো কলটির মেয়াদ থাকবে ৷ 24 ঘণ্টা পর নিজে থেকেই সেটি কেটে যাবে ৷

আরও পড়ুন- লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল

এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের স্কাইপি অ্য়াকাউন্ট নেই তাঁরাও যে কোনও স্কাইপি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং যে 100 জন ভিডিয়ো কলে যোগ দেবেন তাঁদের মধ্য়ে একসঙ্গে 49 জনকে একসঙ্গে স্ক্রিনে দেখতে পারবেন ব্য়বহারকারীরা ৷

স্কাইপির নির্মাতা সংস্থা মাইক্রোসফট ওই বিবৃতিতে আরও জানিয়েছে, ডেস্কটপ ভার্সেনের জন্য় নয়েজ ক্য়ানসেলেশন ফিচার যোগ করেছে ৷ এর ফলে স্কাইপির ভিডিয়ো কলে যখন কেউ যুক্ত হবেন এবং কথা বলবেন তখন ব্য়াকগ্রাউন্ডের সমস্ত নয়েজ নিজেনিজেই বন্ধ হয়ে যাবে ৷

নতুন সুবিধা আসছে স্কাইপিতে ৷ এবার থেকে 100 জন স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারবেন ৷ সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে ৷

করোনাকালে ভিডিয়ো কল করার চল বেড়েছে অনেকটাই ৷ শুধু গুরুত্বপূর্ণ অফিসের কাজে নয়, অনেকেই একে অপরের সঙ্গে সরাসরি দেখা না করে ভিডিয়ো কলে ভার্চুয়ারি মিট করছেন ৷ দীর্ঘ সময় ব্য়ায় করছেন তাতে ৷ কিন্তু এতদিন খুব সীমিত সংখ্য়াক স্কাইপি ব্য়বহারকারী একসঙ্গে ভিডিয়ো কল করতে পারতেন ৷ কিন্তু এবার থেকে একসঙ্গে 100 জন একসঙ্গে একটি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং 24 ঘণ্টা টানা ওই ভিডিয়ো কলটির মেয়াদ থাকবে ৷ 24 ঘণ্টা পর নিজে থেকেই সেটি কেটে যাবে ৷

আরও পড়ুন- লালার হাজিরার দিন নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস, মন্তব্য নারাজ সিপিএম-তৃণমূল

এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের স্কাইপি অ্য়াকাউন্ট নেই তাঁরাও যে কোনও স্কাইপি ভিডিয়ো কলে যোগ দিতে পারবেন ৷ এবং যে 100 জন ভিডিয়ো কলে যোগ দেবেন তাঁদের মধ্য়ে একসঙ্গে 49 জনকে একসঙ্গে স্ক্রিনে দেখতে পারবেন ব্য়বহারকারীরা ৷

স্কাইপির নির্মাতা সংস্থা মাইক্রোসফট ওই বিবৃতিতে আরও জানিয়েছে, ডেস্কটপ ভার্সেনের জন্য় নয়েজ ক্য়ানসেলেশন ফিচার যোগ করেছে ৷ এর ফলে স্কাইপির ভিডিয়ো কলে যখন কেউ যুক্ত হবেন এবং কথা বলবেন তখন ব্য়াকগ্রাউন্ডের সমস্ত নয়েজ নিজেনিজেই বন্ধ হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.