ETV Bharat / bharat

বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে শিবসেনা, ঘোষণা রাউতের - সঞ্জয় রাউত

আসাদউদ্দিন ওয়েইসির মিম আগামী বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে বলে জানিয়ে দিয়েছে ৷ নীতীশ কুমারের জেডিইউ-ও একুশে নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল উদ্ধব ঠাকরের শিবসেনার নাম ৷

shiv-sena-will-contest-assembly-elections-in-west-bengal-sanjay-raout-announced-in-twitter
shiv-sena-will-contest-assembly-elections-in-west-bengal-sanjay-raout-announced-in-twitter
author img

By

Published : Jan 17, 2021, 10:04 PM IST

Updated : Jan 17, 2021, 10:10 PM IST

মুম্বই, 17 জানুয়ারি: এবার পশ্চিমবঙ্গের বিধনসভা নির্বাচনে লড়বে শিবসেনা ৷ টুইট করে এই কথা জানালেন শিবসেনা সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত ৷

রবিবাসরীয় সন্ধ্যায় সঞ্জয় রাউত টুইট করেন, "অপেক্ষার অবসান, শিবসেনা দলের শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে লড়বে দল ৷ আমরা খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি ৷ জয় হিন্দ, জয় বাংলা ৷ " উল্লেখ্য, "জয় বাংলা" শব্দটিকে বাংলায় টুইট করেছেন রাউত ৷ "জয় বাংলা" শব্দটিকে ঠিক যেভাবে তৃণমূল ব্যবহার করে থাকে ৷ যার পর রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের ধারনা, তৃণমূলকে সুবিধা করে দিতেই বিধানসভায় প্রার্থী দিতে চলেছে শিবসেনা ৷ জানা গিয়েছে, 100 আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা ৷

  • So, here is the much awaited update.

    After discussions with Party Chief Shri Uddhav Thackeray, Shivsena has decided to contest the West Bengal Assembly Elections.

    We are reaching Kolkata soon...!!

    Jai Hind, জয় বাংলা !

    — Sanjay Raut (@rautsanjay61) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :"আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত

উল্লেখ্য, বাংলার আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম দুই প্রতিপক্ষ শাসক দল তৃণমূল ও বিজেপি ৷ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূল ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর, অন্যদিকে বিজেপির পাখির চোখ বাংলা জয় ৷ এই অবস্থায় আসাদউদ্দিন ওয়েইসির দল মিম আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে বলে জানিয়ে দিয়েছে ৷ নীতীশ কুমারের জেডিইউ-ও বাংলার একুশে নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতের শিবসেনার নাম ৷

মুম্বই, 17 জানুয়ারি: এবার পশ্চিমবঙ্গের বিধনসভা নির্বাচনে লড়বে শিবসেনা ৷ টুইট করে এই কথা জানালেন শিবসেনা সাংসদ তথা দলের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত ৷

রবিবাসরীয় সন্ধ্যায় সঞ্জয় রাউত টুইট করেন, "অপেক্ষার অবসান, শিবসেনা দলের শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে লড়বে দল ৷ আমরা খুব তাড়াতাড়ি কলকাতায় আসছি ৷ জয় হিন্দ, জয় বাংলা ৷ " উল্লেখ্য, "জয় বাংলা" শব্দটিকে বাংলায় টুইট করেছেন রাউত ৷ "জয় বাংলা" শব্দটিকে ঠিক যেভাবে তৃণমূল ব্যবহার করে থাকে ৷ যার পর রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের ধারনা, তৃণমূলকে সুবিধা করে দিতেই বিধানসভায় প্রার্থী দিতে চলেছে শিবসেনা ৷ জানা গিয়েছে, 100 আসনে প্রার্থী দিতে পারে শিবসেনা ৷

  • So, here is the much awaited update.

    After discussions with Party Chief Shri Uddhav Thackeray, Shivsena has decided to contest the West Bengal Assembly Elections.

    We are reaching Kolkata soon...!!

    Jai Hind, জয় বাংলা !

    — Sanjay Raut (@rautsanjay61) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :"আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত

উল্লেখ্য, বাংলার আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম দুই প্রতিপক্ষ শাসক দল তৃণমূল ও বিজেপি ৷ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূল ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর, অন্যদিকে বিজেপির পাখির চোখ বাংলা জয় ৷ এই অবস্থায় আসাদউদ্দিন ওয়েইসির দল মিম আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে বলে জানিয়ে দিয়েছে ৷ নীতীশ কুমারের জেডিইউ-ও বাংলার একুশে নির্বাচনে লড়ার আগ্রহ দেখিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতের শিবসেনার নাম ৷

Last Updated : Jan 17, 2021, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.