ETV Bharat / bharat

Jharkhand Mudslide: ধানবাদে রেলের নির্মীয়মাণ আন্ডারপাসে ধস, মৃত 4 শ্রমিক

মঙ্গলবার রাতে ধস নামে ঝাড়খণ্ডের ধানবাদে প্রধানখান্তা রেলস্টেশনের কাছে ৷ চাপা পড়ে যান 6 জন শ্রমিক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মারা গিয়েছেন 4 জন (Jharkhand Mudslide) ৷

Landslide area in Dhanbad
ধানবাদে ধস নামার জায়গা
author img

By

Published : Jul 13, 2022, 12:43 PM IST

Updated : Jul 13, 2022, 1:12 PM IST

ধানবাদ, 13 জুলাই: স্টেশনের আন্ডারপাসে ধস নেমে মৃত্যু হল কমপক্ষে 4 জন শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে প্রধানখান্তা রেলস্টেশনের কাছে ৷ সেখানে নির্মীয়মাণ আন্ডারপাসেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই জায়গাটি ছাতাকুলি গ্রামের (Chhatakuli village) কাছে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাত 9টা নাগাদ পূর্ব-মধ্য রেলওয়ের ধানবাদ রেলওয়ে ডিভিশনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে ৷ 6 জন শ্রমিক ধসের নীচে চাপা পড়ে যান (Several workers died in mudslide near underpass construction site in Dhanbad) ৷ এই দুর্ঘটনায় 4 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে । সূত্রে জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবং মৃতদের পরিবার পিছু 20 লক্ষ টাকা দেওয়া হবে ৷

আরও পড়ুন: মণিপুরের ধসে থমকে ইজেই নদীর গতিপথ, প্লাবনের আশঙ্কা; দুর্ঘটনায় মৃত বেড়ে 14

ধসের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা রেল আধিকারিকদের জানানো হয় ৷ কিন্তু রাত 11টার পরে তারা সেখানে পৌঁছয় ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলে ডিআরএম আশিস বনসল, আরপিএফ-এর সহকারী কম্যান্ড্যান্ট এবং জিআরপির উচ্চাধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা গ্রামবাসীদের বিক্ষোভের সম্মুখীন হন এবং দুর্ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় ৷ এতে উদ্ধারকার্যের সময়ও পিছিয়ে যায় ৷ গ্রামবাসীরা 4 শ্রমিকের মৃত্যুর জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন ৷

ধানবাদ, 13 জুলাই: স্টেশনের আন্ডারপাসে ধস নেমে মৃত্যু হল কমপক্ষে 4 জন শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে প্রধানখান্তা রেলস্টেশনের কাছে ৷ সেখানে নির্মীয়মাণ আন্ডারপাসেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই জায়গাটি ছাতাকুলি গ্রামের (Chhatakuli village) কাছে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাত 9টা নাগাদ পূর্ব-মধ্য রেলওয়ের ধানবাদ রেলওয়ে ডিভিশনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে ৷ 6 জন শ্রমিক ধসের নীচে চাপা পড়ে যান (Several workers died in mudslide near underpass construction site in Dhanbad) ৷ এই দুর্ঘটনায় 4 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে । সূত্রে জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবং মৃতদের পরিবার পিছু 20 লক্ষ টাকা দেওয়া হবে ৷

আরও পড়ুন: মণিপুরের ধসে থমকে ইজেই নদীর গতিপথ, প্লাবনের আশঙ্কা; দুর্ঘটনায় মৃত বেড়ে 14

ধসের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা রেল আধিকারিকদের জানানো হয় ৷ কিন্তু রাত 11টার পরে তারা সেখানে পৌঁছয় ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলে ডিআরএম আশিস বনসল, আরপিএফ-এর সহকারী কম্যান্ড্যান্ট এবং জিআরপির উচ্চাধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা গ্রামবাসীদের বিক্ষোভের সম্মুখীন হন এবং দুর্ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় ৷ এতে উদ্ধারকার্যের সময়ও পিছিয়ে যায় ৷ গ্রামবাসীরা 4 শ্রমিকের মৃত্যুর জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন ৷

Last Updated : Jul 13, 2022, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.