ETV Bharat / entertainment

কখনও অ্যাকশন-কখনও রোমান্স! কতটা জমল সামান্থা-বরুণের 'সিটাডেল' কেমিষ্ট্রি ? - CITADEL HONEY BUNNY X REVIEW

স্ট্রিমিং শুরু হয়েছে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুর 'সিটাডেল:হানি বানি' সিরিজ ৷ অ্যাকশন-থ্রিলার-রোমান্সে বহাল টানটান উত্তেজনা ৷

Citadel Honey Bunny X Review
কতটা জমল সামান্থা-বরুণের 'সিটাডেল' কেমিষ্ট্রি ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 4:33 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: অ্যামাজন প্রাইম ভিডিয়োতে শুরু হয়েছে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুর প্রতীক্ষীত সিরিজ 'সিটাডেল: হানি বানি' ৷ পরিচালনার নেপথ্যে রাজ-ডিকে জুটি ৷ 2023 সালে আসে সিটাডেল সিরিজ ৷ মুখ্য ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেনকে ৷ সেই সিরিজের ভারতীয় অ্যাডাপ্টশন সিটাডেল: হানি বানি ৷

গ্লোবাল স্পাই-থ্রিলার ইউনিভার্স প্রযোজনার দায়িত্বে রুশো ব্রাদার্স ৷ সিরিজ স্ট্রিমিং হওয়ার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে ৷ অনুরাগীদের উত্তেজনা দেখে স্পষ্ট এই সিরিজ দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে ৷ এক্স হ্যান্ডেলে (টুইটার) অনুরাগীদের কমেন্ট দেখেই তা স্পষ্ট ৷

পরিচালক রাজ-ডিকে যেভাবে অ্যাকশনের সঙ্গে সাসপেন্স ধরে রেখেছেন তা দেখে মুগ্ধ দর্শকরা ৷ সকলের একমত এই সিরিজ দর্শকদের বোর হতে দেবে না ৷ এক অনুরাগী সিরিজ দেখে লিখেছেন, "সিটাডেল হানি বানি দারুণ এনগেজিং শো ৷ শুরু থেকেই বিনোদনের কোন খামতি নেই ৷ রাজ-ডিকে বুঝে গিয়েছেন স্ক্রিনে কীভাবে দর্শকদের ধরে রাখতে হয় ৷ এই সিরিজকে 10-এ 8 দেওয়া যায় ৷"

অনুরাগীরা সামান্থার অভিনয় দেখে হতবাক ৷ যেভাবে তাঁকে অ্যাকশন দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে, যেভাবে উনি পর্দায় ইমোশন ধরে রাখেন তা দেখে ইমপ্রেস ফ্যানেরা ৷ সিনেপর্দায় যে কোনও চরিত্র ফুটিয়ে তোলার আগে সামান্থা কঠিন পরিশ্রম করেন ৷ এবার অভিনয়ের পাশাপাশি ছিল অ্যাকশন সিকোয়েন্স ৷ সেখানে দাঁড়িয়ে শরীরে মাসল তৈরি করা, খতরনাক স্টান্ট করা দেখে অবাক অনেকেই ৷ এক ইউজার লেখেন, "37 বছর বয়সেও অবিনেত্রীর ফিটনেস দেখো ৷ যেভাবে উনি প্রতিটা স্টান্ট করেছেন তা অনবদ্য ৷"

নেটপাড়ায় প্রশংসার ঝড় উঠেছে বরুণকে নিয়েও ৷ এক অনুরাগী লেখেন, "প্রথম পর্ব অসাধারণ ৷ যেভাবে দুই মূল অভিনেতাকে সামনে আনা হয়েছে তার সঙ্গে বাইক চেজিং দৃশ্য দুর্দান্ত ৷" অ্যাকশনের পাশাপাশি দর্শকদের কাছে উপরি পাওনা বেশ কিছু রোমান্টিক দৃশ্য ৷ বরুণ-সামান্থার অনস্ক্রিন কেমেষ্ট্রি দেখে হাঁ হয়ে গিয়েছেন ফ্যানেরা ৷

ইতিমধ্যে, রুশো ব্রাদার্স 'সিটাডেল: সিজন 2' নিয়ে কাজ শুরু করে দিয়েছে ৷ সিজনে ফিরিয়ে আনা হবে প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকিকে ৷ ব্রিটেনে শুরু হয়েছে সিরিজের শুটিং ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: অ্যামাজন প্রাইম ভিডিয়োতে শুরু হয়েছে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুর প্রতীক্ষীত সিরিজ 'সিটাডেল: হানি বানি' ৷ পরিচালনার নেপথ্যে রাজ-ডিকে জুটি ৷ 2023 সালে আসে সিটাডেল সিরিজ ৷ মুখ্য ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেনকে ৷ সেই সিরিজের ভারতীয় অ্যাডাপ্টশন সিটাডেল: হানি বানি ৷

গ্লোবাল স্পাই-থ্রিলার ইউনিভার্স প্রযোজনার দায়িত্বে রুশো ব্রাদার্স ৷ সিরিজ স্ট্রিমিং হওয়ার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে ৷ অনুরাগীদের উত্তেজনা দেখে স্পষ্ট এই সিরিজ দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে ৷ এক্স হ্যান্ডেলে (টুইটার) অনুরাগীদের কমেন্ট দেখেই তা স্পষ্ট ৷

পরিচালক রাজ-ডিকে যেভাবে অ্যাকশনের সঙ্গে সাসপেন্স ধরে রেখেছেন তা দেখে মুগ্ধ দর্শকরা ৷ সকলের একমত এই সিরিজ দর্শকদের বোর হতে দেবে না ৷ এক অনুরাগী সিরিজ দেখে লিখেছেন, "সিটাডেল হানি বানি দারুণ এনগেজিং শো ৷ শুরু থেকেই বিনোদনের কোন খামতি নেই ৷ রাজ-ডিকে বুঝে গিয়েছেন স্ক্রিনে কীভাবে দর্শকদের ধরে রাখতে হয় ৷ এই সিরিজকে 10-এ 8 দেওয়া যায় ৷"

অনুরাগীরা সামান্থার অভিনয় দেখে হতবাক ৷ যেভাবে তাঁকে অ্যাকশন দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করতে দেখা গিয়েছে, যেভাবে উনি পর্দায় ইমোশন ধরে রাখেন তা দেখে ইমপ্রেস ফ্যানেরা ৷ সিনেপর্দায় যে কোনও চরিত্র ফুটিয়ে তোলার আগে সামান্থা কঠিন পরিশ্রম করেন ৷ এবার অভিনয়ের পাশাপাশি ছিল অ্যাকশন সিকোয়েন্স ৷ সেখানে দাঁড়িয়ে শরীরে মাসল তৈরি করা, খতরনাক স্টান্ট করা দেখে অবাক অনেকেই ৷ এক ইউজার লেখেন, "37 বছর বয়সেও অবিনেত্রীর ফিটনেস দেখো ৷ যেভাবে উনি প্রতিটা স্টান্ট করেছেন তা অনবদ্য ৷"

নেটপাড়ায় প্রশংসার ঝড় উঠেছে বরুণকে নিয়েও ৷ এক অনুরাগী লেখেন, "প্রথম পর্ব অসাধারণ ৷ যেভাবে দুই মূল অভিনেতাকে সামনে আনা হয়েছে তার সঙ্গে বাইক চেজিং দৃশ্য দুর্দান্ত ৷" অ্যাকশনের পাশাপাশি দর্শকদের কাছে উপরি পাওনা বেশ কিছু রোমান্টিক দৃশ্য ৷ বরুণ-সামান্থার অনস্ক্রিন কেমেষ্ট্রি দেখে হাঁ হয়ে গিয়েছেন ফ্যানেরা ৷

ইতিমধ্যে, রুশো ব্রাদার্স 'সিটাডেল: সিজন 2' নিয়ে কাজ শুরু করে দিয়েছে ৷ সিজনে ফিরিয়ে আনা হবে প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকিকে ৷ ব্রিটেনে শুরু হয়েছে সিরিজের শুটিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.