ETV Bharat / sports

ট্রাম্প জিততেই ট্রেন্ডিং ধোনি, সোশালে ভাইরাল দু'জনের গল্ফ খেলার পুরোনো ভিডিয়ো

আমেরিকার ফের প্রেসিডেন্ট নির্বাচন হলেন ডোনাল্ড ট্রাম্প ৷ অথচ ট্রেন্ডিংয়ে ধোনি ৷ ভাইরাল হল পুরোনো ছবিও ৷ কিন্তু কেন?

MS DHONI AND DONALD TRUMP
ট্রাম্প জিততে ট্রেন্ডিংয়ে ধোনি (ANI Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 7 নভেম্বর: সাদা-বাড়ির লড়াইয়ে নাটকীয় জয় ৷ এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প ৷ 2020 নির্বাচনে ডেমোক্র্য়াটিক পার্টির জো বাইডেনের কাছে হারলেও চার বছর বাদে এসে প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ৷ কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নাটকীয় এই জয়ে হঠাতই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে মহেন্দ্র সিং ধোনি 'থালা ফর আ রিজন' ৷ কিন্তু কেন?

ট্রাম্পের জয়ে ধোনির সোশাল মিডিয়ায় ট্রেন্ড করার নেপথ্যে অবশ্য ধোনির অনুরাগীরাই ৷ গতবছর যুক্তরাষ্ট্র ওপেন দেখতে যাওয়ার ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তাঁর নামাঙ্কিত গল্ফ ক্লাবে গিয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ৷ ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে ট্রাম্পের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ সেই দৃশ্য এবং ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ধোনির হাসিমুখে ফটোসেশনের দৃশ্য এদিন পুনরায় ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

এমনভাবে বিষয়টি সোশাল মিডিয়ায় ধোনি-অনুরাগীরা উপস্থাপন করছেন, যেন ধোনির সঙ্গে সেই সংযোগের জেরেই ফের যুক্তরাষ্ট্রের মসনদে ট্রাম্প ৷ যদিও পুরোটাই মজার ছলে, কিন্তু ট্রাম্প-ধোনির গল্ফ খেলার পুরোনো দৃশ্য নতুন করে সামনে এসেছে ৷ ট্রেন্ডিং হচ্ছে 'থালা ফর আ রিজন' প্রবাদ ৷ যা ধোনির জন্য সোশাল মিডিয়ায় হামেশাই ব্যবহার করে থাকেন অনুরাগীরা ৷ সে যাইহোক, ক্রিকেটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কানেকশন এই প্রথম নয় ৷ 2020 ভারত সফরে এসে ভারতের ক্রিকেটীয় উৎকর্ষতার প্রমাণস্বরূপ ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের নাম নিয়েছিলেন ট্রাম্প ৷ তারও আগে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প গল্ফে আমন্ত্রণ জানিয়েছিলেন আরেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকরকে ৷

295-226 ব্যবধানে জয়লাভের পর আগামী 20 জানুয়ারি প্রথা মেনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প ৷ অন্যদিকে, 2025 আইপিএলে ফের বাইশ গজে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ মেগা নিলামের আগে আনক্যাপড হিসেবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: সাদা-বাড়ির লড়াইয়ে নাটকীয় জয় ৷ এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প ৷ 2020 নির্বাচনে ডেমোক্র্য়াটিক পার্টির জো বাইডেনের কাছে হারলেও চার বছর বাদে এসে প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ৷ কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নাটকীয় এই জয়ে হঠাতই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে মহেন্দ্র সিং ধোনি 'থালা ফর আ রিজন' ৷ কিন্তু কেন?

ট্রাম্পের জয়ে ধোনির সোশাল মিডিয়ায় ট্রেন্ড করার নেপথ্যে অবশ্য ধোনির অনুরাগীরাই ৷ গতবছর যুক্তরাষ্ট্র ওপেন দেখতে যাওয়ার ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তাঁর নামাঙ্কিত গল্ফ ক্লাবে গিয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ৷ ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে ট্রাম্পের সঙ্গে চুটিয়ে গল্ফ খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ সেই দৃশ্য এবং ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ধোনির হাসিমুখে ফটোসেশনের দৃশ্য এদিন পুনরায় ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

এমনভাবে বিষয়টি সোশাল মিডিয়ায় ধোনি-অনুরাগীরা উপস্থাপন করছেন, যেন ধোনির সঙ্গে সেই সংযোগের জেরেই ফের যুক্তরাষ্ট্রের মসনদে ট্রাম্প ৷ যদিও পুরোটাই মজার ছলে, কিন্তু ট্রাম্প-ধোনির গল্ফ খেলার পুরোনো দৃশ্য নতুন করে সামনে এসেছে ৷ ট্রেন্ডিং হচ্ছে 'থালা ফর আ রিজন' প্রবাদ ৷ যা ধোনির জন্য সোশাল মিডিয়ায় হামেশাই ব্যবহার করে থাকেন অনুরাগীরা ৷ সে যাইহোক, ক্রিকেটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কানেকশন এই প্রথম নয় ৷ 2020 ভারত সফরে এসে ভারতের ক্রিকেটীয় উৎকর্ষতার প্রমাণস্বরূপ ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের নাম নিয়েছিলেন ট্রাম্প ৷ তারও আগে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প গল্ফে আমন্ত্রণ জানিয়েছিলেন আরেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকরকে ৷

295-226 ব্যবধানে জয়লাভের পর আগামী 20 জানুয়ারি প্রথা মেনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প ৷ অন্যদিকে, 2025 আইপিএলে ফের বাইশ গজে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ মেগা নিলামের আগে আনক্যাপড হিসেবে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.