ETV Bharat / bharat

বার্জ ডুবি : পাঁচ দিন পরেও খোঁজ নেই 26 জনের, চলছে উদ্ধারকাজ - পাঁচ দিন পরেও খোঁজ নেই 26 জনের

এখনও পর্যন্ত 49 জনের দেহ উদ্ধার হয়েছে ৷ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে 186 জনকে ৷ নিখোঁজ আরও 26 ৷

পাঁচ দিন পরেও খোঁজ নেই 26 জনের
পাঁচ দিন পরেও খোঁজ নেই 26 জনের
author img

By

Published : May 21, 2021, 8:56 AM IST

মুম্বই, 21 মে : ঘূর্ণিঝড় তখতের দাপটে লণ্ডভণ্ড পশ্চিম উপকূল ৷ মুম্বই থেকে 35 কিলোমিটার দূরে সোমবার সন্ধ্যায় একটি বার্জ 261 জনকে নিয়ে তলিয়ে যায় আরব সাগরে ৷ উদ্ধারকাজে নামানো হয়েছিল নৌসেনার জওয়ানদের ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ আজ পঞ্চম দিন ৷ এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না 26 জনের ৷ মৃত্যু হয়েছে 49 জনের ৷

খারাপ আবহাওয়া, ঝোড়া হাওয়ার কারণে বারবার ব্য়াহত হয়েছে উদ্ধারকাজ ৷ রাতে ঘন কালো জলের মধ্যে সার্চলাইট ব্যবহার করে কাজ করা হচ্ছে ৷ আশা, কোথাও যদি একটু কিছু নড়াচড়া দেখা যায় ৷ কিন্তু যত সময় এগোচ্ছে, ততই ক্ষীণ হয়ে আসছে সেই আশা ৷

আজ সকালে ফের নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ হেলিকপ্টারে করে উপর থেকে দেখা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 261 জনের মধ্যে 186 জনকে জীবিত উদ্ধার করা সম্বব হয়েছে ৷

ঘূর্ণিঝড় তখতে গুজরাতে উপকূলে আছড়ে পড়ার আগে মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় তাণ্ডব চালায় ৷ তাণ্ডব চলে সমুদ্রেও ৷ আর তাতেই একটি বার্জ ডুবে যায় ৷ বাকিগুলি ক্ষতিগ্রস্ত হয় ৷ নৌ-সেনার তরফে জানানো হয়েছে যে এবার উদ্ধারকার্য যথেষ্ট কঠিন ছিল ৷ এত বাধার মুখে গত চার দশকে পড়তে হয়নি বলে জানিয়েছেন নৌ-সেনার উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল মুরলীধর সদাশিব পাওয়ার ৷

মুম্বই, 21 মে : ঘূর্ণিঝড় তখতের দাপটে লণ্ডভণ্ড পশ্চিম উপকূল ৷ মুম্বই থেকে 35 কিলোমিটার দূরে সোমবার সন্ধ্যায় একটি বার্জ 261 জনকে নিয়ে তলিয়ে যায় আরব সাগরে ৷ উদ্ধারকাজে নামানো হয়েছিল নৌসেনার জওয়ানদের ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ আজ পঞ্চম দিন ৷ এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না 26 জনের ৷ মৃত্যু হয়েছে 49 জনের ৷

খারাপ আবহাওয়া, ঝোড়া হাওয়ার কারণে বারবার ব্য়াহত হয়েছে উদ্ধারকাজ ৷ রাতে ঘন কালো জলের মধ্যে সার্চলাইট ব্যবহার করে কাজ করা হচ্ছে ৷ আশা, কোথাও যদি একটু কিছু নড়াচড়া দেখা যায় ৷ কিন্তু যত সময় এগোচ্ছে, ততই ক্ষীণ হয়ে আসছে সেই আশা ৷

আজ সকালে ফের নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ হেলিকপ্টারে করে উপর থেকে দেখা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 261 জনের মধ্যে 186 জনকে জীবিত উদ্ধার করা সম্বব হয়েছে ৷

ঘূর্ণিঝড় তখতে গুজরাতে উপকূলে আছড়ে পড়ার আগে মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় তাণ্ডব চালায় ৷ তাণ্ডব চলে সমুদ্রেও ৷ আর তাতেই একটি বার্জ ডুবে যায় ৷ বাকিগুলি ক্ষতিগ্রস্ত হয় ৷ নৌ-সেনার তরফে জানানো হয়েছে যে এবার উদ্ধারকার্য যথেষ্ট কঠিন ছিল ৷ এত বাধার মুখে গত চার দশকে পড়তে হয়নি বলে জানিয়েছেন নৌ-সেনার উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল মুরলীধর সদাশিব পাওয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.