ETV Bharat / bharat

দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ

ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির করোনা পরিস্থিতি ৷ সোমবার এ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৈঠকের পর কেজরিওয়াল ঘোষণা করেন, রাজধানীর একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ বাড়ানো হচ্ছে শয্যার সংখ্যাও ৷

Several hospitals will be converted into COVID-19 facilities again, says Kejriwal
ফের দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ
author img

By

Published : Apr 12, 2021, 4:00 PM IST

নয়াদিল্লি, 12 এপ্রিল : মহারাষ্ট্রের পর এবার দিল্লি ৷ ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ যার জেরে দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় নয়া সিদ্ধান্ত ৷ রাজ্য় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির সমস্ত হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ বৈঠকে স্থির হয়েছে, কোভিড মোকাবিলায় দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে ৷’’

এদিনের বৈঠকের পর দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন, সকলে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ যাতে হাসপাতালে না যান, আমজনতার উদ্দেশ্যে সেই আবেদনও করেছেন তিনি ৷ একইসঙ্গে, দিল্লিবাসীকে দ্রুত করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

  • Held review meeting. We r taking several steps to increase beds in both pvt and govt sectors. Urge everyone to cooperate.

    1. Pl pl follow covid protocols

    2. Don’t rush to hospital unless necessary

    3. Go n vaccinate if u r eligible

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠকের পর এ নিয়ে একটি টুইটও করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, ‘‘পর্যালোচনা বৈঠক করলাম ৷ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ করা হচ্ছে ৷ সবাইকে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি ৷ সবাই দয়া করে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ হাসপাতালে যাবেন না ৷ আর যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই টিকা নিয়ে নিন ৷’’

আরও পড়ুন : সকলের জন্য টিকার দাবিতে দেশবাসীকে সরব হওয়ার আহ্বান রাহুলের

রবিবারের হিসাব অনুযায়ী, তার আগের শেষ 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে 10 হাজার 774 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 48 জন করোনা আক্রান্তের ৷ এখনও পর্যন্ত রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 7 লাখ 25 হাজার 197 জন ৷

নয়াদিল্লি, 12 এপ্রিল : মহারাষ্ট্রের পর এবার দিল্লি ৷ ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি ৷ যার জেরে দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় নয়া সিদ্ধান্ত ৷ রাজ্য় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির সমস্ত হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ বৈঠকে স্থির হয়েছে, কোভিড মোকাবিলায় দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে ৷’’

এদিনের বৈঠকের পর দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন, সকলে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ যাতে হাসপাতালে না যান, আমজনতার উদ্দেশ্যে সেই আবেদনও করেছেন তিনি ৷ একইসঙ্গে, দিল্লিবাসীকে দ্রুত করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

  • Held review meeting. We r taking several steps to increase beds in both pvt and govt sectors. Urge everyone to cooperate.

    1. Pl pl follow covid protocols

    2. Don’t rush to hospital unless necessary

    3. Go n vaccinate if u r eligible

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠকের পর এ নিয়ে একটি টুইটও করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, ‘‘পর্যালোচনা বৈঠক করলাম ৷ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ করা হচ্ছে ৷ সবাইকে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি ৷ সবাই দয়া করে কোভিড বিধি মেনে চলুন ৷ একান্ত প্রয়োজন না হলে কেউ হাসপাতালে যাবেন না ৷ আর যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন, তাহলে অবশ্যই টিকা নিয়ে নিন ৷’’

আরও পড়ুন : সকলের জন্য টিকার দাবিতে দেশবাসীকে সরব হওয়ার আহ্বান রাহুলের

রবিবারের হিসাব অনুযায়ী, তার আগের শেষ 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে 10 হাজার 774 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 48 জন করোনা আক্রান্তের ৷ এখনও পর্যন্ত রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 7 লাখ 25 হাজার 197 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.