ETV Bharat / bharat

Andra Pradesh Stampede Tragedy: চন্দ্রবাবু নাইডুর সভায় ফের পদপিষ্টের ঘটনা, গুন্টুরে প্রাণ গেল কমপক্ষে তিন মহিলার - AP Chief Minister YS Jagan Mohan Reddy

প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সভায় ফের পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে তিন মহিলার (Several Died After Stampede at Chandrababu Nidus Programme)৷ জখম বেশ কয়েকজন ৷ মাত্র কয়েক দিনের ব্যবধানে আবার পদপিষ্টের ঘটনা ঘটল। 28 ডিসেম্বর, বুধবার তাঁর রোড শো'তেও একই দুর্ঘটনা ঘটেছিল। তাতে প্রাণ গিয়েছিল আট জনের ৷

Andra Pradesh Stampede Tragedy
চন্দ্রবাবু নাইড়ু
author img

By

Published : Jan 1, 2023, 11:09 PM IST

Updated : Jan 2, 2023, 8:12 AM IST

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), 1 জানুয়ারি: বছরের প্রথমদিন রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ ৷ আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের গুন্টুরে একটি সভা ছিল ৷ তাতে পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে তিন মহিলার ৷ মাত্র পাঁচদিনের ব্যবধানে আবার পদপিষ্টের ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভায় ৷

28 ডিসেম্বর, বুধবার অন্ধ্রের নেলোরে নাইডুর রোড শো'তেও একই দুর্ঘটনা ঘটেছিল। রোড-শো চলাকালীন হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আট জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। সেই দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি (AP Chief Minister YS Jagan Mohan Reddy) নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷ কয়েক দিনের ব্যবধানে আবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়তে হল বর্ষীয়ান রাজনীতিককে ৷ স্থানীয়দের দাবি, এদিন চন্দ্রবাবু সভা থেকে বেরিয়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।

এর পর শুরু হয় উপহার বিতরণী অনুষ্ঠান ৷ তিন মহিলার মৃত্যুতে উপহার দেওয়া বন্ধ করে দেন টিডিপি নেতারা। ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে দু'জনকে গুন্টুর জিজিএইচ এবং অন্য দু'জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনুষ্ঠান আয়োজকরা জানাচ্ছেন, টিডিপি নেতা ও কর্মীরা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি ৷ উপহার বিতরণের সময় মঞ্চের দিকে সকলেই দৌড়ে আসেন, সেইসময়ই দুর্ঘটনাটি ঘটে ৷ পরিস্থিতি সামাল দিতে ততক্ষণাৎ পুলিশ বাহিনী পৌঁছয় দুর্ঘটনাস্থলে ৷ আগের দুর্ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন চন্দ্রবাবু। শাসক ওয়াইএসআর, কংগ্রেস তাঁকে কটাক্ষ করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দাবি করেছিলেন, ওই দুর্ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীই দায়ী। তাঁর 'প্রচারের লোভে'র বলি হয়েছেন নিহতরা। প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি। সেই বিতর্কের রেশ মিটতে না-মিটতেই নতুন করে তৈরি হল বিতর্ক।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত 8, শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), 1 জানুয়ারি: বছরের প্রথমদিন রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ ৷ আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের গুন্টুরে একটি সভা ছিল ৷ তাতে পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে তিন মহিলার ৷ মাত্র পাঁচদিনের ব্যবধানে আবার পদপিষ্টের ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভায় ৷

28 ডিসেম্বর, বুধবার অন্ধ্রের নেলোরে নাইডুর রোড শো'তেও একই দুর্ঘটনা ঘটেছিল। রোড-শো চলাকালীন হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আট জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। সেই দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি (AP Chief Minister YS Jagan Mohan Reddy) নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷ কয়েক দিনের ব্যবধানে আবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়তে হল বর্ষীয়ান রাজনীতিককে ৷ স্থানীয়দের দাবি, এদিন চন্দ্রবাবু সভা থেকে বেরিয়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।

এর পর শুরু হয় উপহার বিতরণী অনুষ্ঠান ৷ তিন মহিলার মৃত্যুতে উপহার দেওয়া বন্ধ করে দেন টিডিপি নেতারা। ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে দু'জনকে গুন্টুর জিজিএইচ এবং অন্য দু'জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনুষ্ঠান আয়োজকরা জানাচ্ছেন, টিডিপি নেতা ও কর্মীরা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি ৷ উপহার বিতরণের সময় মঞ্চের দিকে সকলেই দৌড়ে আসেন, সেইসময়ই দুর্ঘটনাটি ঘটে ৷ পরিস্থিতি সামাল দিতে ততক্ষণাৎ পুলিশ বাহিনী পৌঁছয় দুর্ঘটনাস্থলে ৷ আগের দুর্ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন চন্দ্রবাবু। শাসক ওয়াইএসআর, কংগ্রেস তাঁকে কটাক্ষ করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি দাবি করেছিলেন, ওই দুর্ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীই দায়ী। তাঁর 'প্রচারের লোভে'র বলি হয়েছেন নিহতরা। প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি। সেই বিতর্কের রেশ মিটতে না-মিটতেই নতুন করে তৈরি হল বিতর্ক।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত 8, শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Last Updated : Jan 2, 2023, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.