ETV Bharat / bharat

Poisonous Liquor Consumption in Bihar : বিষ মদ খেয়ে বিহারে মৃত কমপক্ষে 5 - atleast 5 people die in Bihar due to poisonous liquor consumption

বিহারে বিষ মদ খেয়ে বিহারে মৃত একাধিক (several die in Bihar due to poisonous liquor consumption) ৷ সঙ্কটজনক বেশ কয়েকজন ৷

Poisonous Liquor Consumption
বিষ মদ খেয়ে বিহারে মৃত কমপক্ষে 5
author img

By

Published : Jan 15, 2022, 11:31 AM IST

নালন্দা, 15 জানুয়ারি : বিষ মদ খেয়ে বিহারের নালন্দার এক গ্রামে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের (atleast 5 people die in Bihar due to poisonous liquor consumption), সঙ্কটজনক অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই নালন্দার সোহসরায় থানার অন্তর্গত ছোটি পাহাড়ি এবং পাহাড় তলি এলাকার বাসিন্দা ৷ মৃতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ভাগৌ মিস্ত্রী (55), মন্না মিস্ত্রী (55), ধর্মেন্দ্র (50) ও কালীচরণ মিস্ত্রী ৷

আরও পড়ুন : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় থানার পুলিশ ও জেলার ডিএসপি ৷ পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে মৃতদের পরিবারের দাবি, বিষ মদেই প্রাণ গিয়েছে তাঁদের ৷

নালন্দা, 15 জানুয়ারি : বিষ মদ খেয়ে বিহারের নালন্দার এক গ্রামে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের (atleast 5 people die in Bihar due to poisonous liquor consumption), সঙ্কটজনক অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই নালন্দার সোহসরায় থানার অন্তর্গত ছোটি পাহাড়ি এবং পাহাড় তলি এলাকার বাসিন্দা ৷ মৃতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ভাগৌ মিস্ত্রী (55), মন্না মিস্ত্রী (55), ধর্মেন্দ্র (50) ও কালীচরণ মিস্ত্রী ৷

আরও পড়ুন : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় থানার পুলিশ ও জেলার ডিএসপি ৷ পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে মৃতদের পরিবারের দাবি, বিষ মদেই প্রাণ গিয়েছে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.