নয়াদিল্লি, 13 মে: বিভিন্ন রাজ্যে যখন কোভিড টিকার অভাব চরমে উঠেছে তখনই আশার কথা শোনাল সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক ৷ তারা আগামী চার মাসের টিকা উত্পাদন পরিকল্পনার কথা কেন্দ্রকে জানিয়েছে ৷ সেই রিপোর্টেই জানানো হয়েছে, তারা অগস্টের মধ্যে যথাক্রমে 10 কোটি ও 7.8 কোটি ডোজ় তৈরি করবে ৷ বুধবার এক আধিকারিক সূত্রে এই খবর মিলেছে ৷
সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার দফত দুই কোম্পানির কাছে তাদের জুন, জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের উত্পাদন পরিকল্পনার কথা জানতে চেয়েছিল ৷ তখনই ভারত বায়োটেকের হোলটাইম ডিরেক্টর ডা. ভি কৃষ্ণ মোহন জানিয়েছেন যে, জুলাইতে কোভ্যাক্সিনের উত্পাদন বাড়িয়ে 3.32 কোটি করা হবে এবং অগস্টে তা বেড়ে হবে 7.82 কোটি ৷
আরও পড়ুন: করোনার টিকার জুলাই মাস পর্যন্ত অর্ডার দেওয়া রয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক
পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের তরফেও জানানো হয়েছে, তারা অগস্টের মধ্যে উত্পাদন বাড়িয়ে 10 কোটিতে নিয়ে যাবে ৷ সেপ্টেম্বরেও এই ধারা বজায় রাখা হবে বলে আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে ৷