মুম্বই, 24 সেপ্টেম্বর : স্কুল খোলার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার ৷ আগামী 4 অক্টোবর থেকে মহারাষ্ট্রে সব স্কুল খুলতে চলেছে ৷ করোনা পরিস্থিতির জেরে গত দেড় বছর ধরে মহারাষ্ট্রে স্কুল বন্ধ ছিল ৷
জানা গিয়েছে, মহারাষ্ট্রের স্কুল শিক্ষা দফতরের তরফে স্কুল খোলা নিয়ে প্রস্তাব গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ৷ তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন ৷ তাই স্কুল খুলতে চলেছে ৷
আরও পড়ুন : Covid Vaccine : চলাফেরায় অক্ষম ও বিশেষভাবে সক্ষমদের জন্য ‘দুয়ারে ভ্যাকসিন’, ঘোষণা কেন্দ্রের
তবে গ্রামের দিকে পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসতে পারবে ৷ আর শহরে অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা স্কুলে ফিরতে চলেছে ৷ স্কুল খোলা থাকবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৷ করোনা সংক্রান্ত সব নিয়ম মানতে হবে স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের ৷
করোনা সংক্রমণ শুরু হতেই দেশের অন্যান্য অংশের মতো মহারাষ্ট্রেও সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয় ৷ এর পর রাজ্যের যে সমস্ত গ্রাম করোনা মুক্ত হয়েছিল, সেখানে স্কুল খোলা হয় ৷ কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের স্কুল বন্ধ হয় ৷ তার পর থেকে অনলাইনেই চলছিল পঠন-পাঠন ৷
আরও পড়ুন : Corona Update India : একলাফে সংক্রমণ বেড়ে 31 হাজারে, কমেছে সুস্থ রোগীর সংখ্যাও
মহারাষ্ট্রে কবে স্কুল খুলবে তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলছিল ৷ বিশেষজ্ঞদের একাংশ দীপাবলির পর স্কুল খোলার পক্ষে মত দিয়েছিলেন ৷ কয়েকদিন আগে মুম্বইয়ের মেয়র কিশোরী পেনধরকর জানিয়েছিলেন, দীপাবলির পরে স্কুল খুলবে ৷
কিন্তু তার আগেই স্কুল খোলায় সিলমোহর দিল উদ্ধব ঠাকরের সরকার ৷ তবে এর জন্য আগে থেকেই তারা এসওপি তৈরি করে রেখেছে ৷ প্রয়োজনীয় গাইডলাইনও স্কুলগুলিকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের