গোয়া, 21 অক্টোবর : প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) ঘরে তুলতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ ফলে আই লিগের দল নয়, এবার সরাসরি আইএসএলের দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড । চার বা পাঁচ নভেম্বর লাল-হলুদ ব্রিগেড তাদের চতুর্থ প্রস্তুতি ম্যাচ খেলবে । প্রতিপক্ষ এফসি গোয়া ।
আরও পড়ুন : Manchester United in IPL : আইপিএলের বাইশ গজ কাঁপাতে তৈরি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : রিপোর্ট
গত তিনটি প্রস্তুতি ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে মানোলো ডিয়াজের ছেলেরা । দিন যত গড়াচ্ছে ততই বোঝাপড়া গড়ে উঠছে লাল-হলুদ ফুটবলারদের মধ্যে । আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন ড্যানিয়েল চিমা । প্রথমবার অল্প সময়ের জন্য মাঠে নেমে নাইজেরিয়ান স্ট্রাইকার নজর কেড়ে নিয়েছেন । ইস্টবেঙ্গল জার্সিতে প্রথমবার মাঠে নামতে পেরে খুশি চিমাও । লাল-হলুদের এই নতুন রিক্রূট জানিয়েছেন, 'সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন । পাশাপাশি ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে ।' দলকে সাফল্য দেওয়ার জন্য নিজেকে নিংড়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। দলের বাকি বিদেশিরাও কোচকে আশ্বস্ত করেছেন ।
দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি কোচ মানোলো ডিয়াজও । গতবছর অল্প সময়ের মধ্যে দল গড়ে প্রস্তুত হওয়ার সময় পাননি কোচ রবি ফাওলার । সবার শেষে অনুশীলন শুরু করেছিল এসসি ইস্টবেঙ্গল । তার ফল ভুগতে হয়েছিল গোটা প্রতিযোগিতায় । এবার আইএসএলের অন্যান্য দলের সঙ্গে প্রায় একই সময়ে অনুশীলন শুরু করেছে তারা । কোচের সামনে প্রস্তুতির যথেষ্ট সময়ও রয়েছে । তাই সময় কাজে লাগিয়ে শারীরিক এবং টেকনিক্যাল দিক থেকে দলকে 'ফিটনেসের চূড়ান্ত' জায়গায় পৌঁছনোর কথা বলেছেন তিনি । ভারতীয় ক্লাব ফুটবলে প্রথমবার কাজ করতে এসে এখানকার ফুটবলারদের সম্পর্কে ধারণাও তৈরি হচ্ছে ।
ইতিমধ্যে ডিয়াজ জানিয়েছেন, তিনি ভারতীয় ফুটবলারদের স্কিল দেখে খুশি । তাই আইলিগের তিনটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে নিজের দল একটা ধারণা তৈরি করার পরে এবার চূড়ান্ত প্রস্তুতির পথে তিনি । এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সেই চূড়ান্ত প্রস্তুতির প্রথম ধাপ।