ETV Bharat / bharat

Jaishankar takes on Soros: বুড়ো, ধনী, বিপজ্জনক ! তিন বিশেষণে সরোসকে একহাত নিলেন জয়শংকর - বিদেশমন্ত্রী এস জয়শংকর

আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন ধনকুবের জর্জ সরোস । শুক্রবার তার পালটা দিয়েছিলেন স্মৃতি ইরানি । এবার সরোসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar slams George Soros) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 18, 2023, 4:17 PM IST

সিডনি, 18 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন মার্কিন-হাঙ্গেরিয়ান ধনকুবের জর্জ সরোস (Hungarian-American businessman George Soros) । শুক্রবারই তার পালটা দিয়েছিলেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । এবার 92 বছর বয়সি বিনিয়োগকারীর বিরুদ্ধে সুর চাড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । বুড়ো, ধনী এবং বিপজ্জনক, তিন বিশেষণে ধনকুবেরকে বিঁধলেন তিনি (S Jaishankar slams George Soros) ।

রাইসিনা, সিডনি ডায়ালগে অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস ব্রাউনের সঙ্গে একটি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন জয়শংকর । সেখানেই বিদেশমন্ত্রী বলেন, "মিস্টার সোরোস নিউইয়র্কে বসে থাকা একজন বুড়ো, ধনী এবং বিপজ্জনক ব্যক্তি যিনি এখনও মনে করেন যে তাঁর দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে যে বিশ্বে কীভাবে কাজ চলবে । এই ধরনের লোকেরা আসলে নিজেদের নাম কামাতে বিনিয়োগ করে (George Soros as an old rich opinionated person) ।"

মার্কিন-হাঙ্গেরিয়ান ধনকুবের সরোস বলেছিলেন, "আদানি গোষ্ঠী শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ নিজেদের হস্তগত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ৷ সম্প্রতি শেয়ার দরের কারচুপি করে শিরোনামে এসেছেন তিনি । তাঁর শেয়ারের দরে বিপুল পতন হয়েছে ৷ কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে নীরব (Modi is silent on Adani stock manipulation) ৷ তাঁকে সংসদে ও ভারতে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে ৷"

Jaishankar takes on Soros
সরোসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী

জয়শংকরের আগে ঠিক একইভাবে সরোসকে আক্রমণ করেছিলেন স্মৃতি ইরানিও । শুক্রবার তিনি বলেন, "ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আঘাত হানার চক্রান্ত চলছে । কিছু বিদেশি শক্তি চাইছে দেশের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দিতে ৷ দেশবাসীকে একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । বিদেশি শক্তির এই চেষ্টা যেন সফল না-হয় ৷"

আরও পড়ুন: দেশের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা, মার্কিন ধনকুবেরের মন্তব্যের পালটা স্মৃতি ইরানির

বিজেপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, জর্জ সরোসের মন্তব্যকে শুধুমাত্র নরেন্দ্র মোদির উপর আক্রমণ বলে দেখতে নারাজ তারা । বরং তাঁর এহেন মন্তব্যকে এ দেশের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা হিসেবেই দেখছে তারা (George Soros on PM Modi) ৷ এবার দুই কেন্দ্রীয় মন্ত্রী মাঠে নামায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে । গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলিও ৷

সিডনি, 18 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন মার্কিন-হাঙ্গেরিয়ান ধনকুবের জর্জ সরোস (Hungarian-American businessman George Soros) । শুক্রবারই তার পালটা দিয়েছিলেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি । এবার 92 বছর বয়সি বিনিয়োগকারীর বিরুদ্ধে সুর চাড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । বুড়ো, ধনী এবং বিপজ্জনক, তিন বিশেষণে ধনকুবেরকে বিঁধলেন তিনি (S Jaishankar slams George Soros) ।

রাইসিনা, সিডনি ডায়ালগে অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস ব্রাউনের সঙ্গে একটি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন জয়শংকর । সেখানেই বিদেশমন্ত্রী বলেন, "মিস্টার সোরোস নিউইয়র্কে বসে থাকা একজন বুড়ো, ধনী এবং বিপজ্জনক ব্যক্তি যিনি এখনও মনে করেন যে তাঁর দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে যে বিশ্বে কীভাবে কাজ চলবে । এই ধরনের লোকেরা আসলে নিজেদের নাম কামাতে বিনিয়োগ করে (George Soros as an old rich opinionated person) ।"

মার্কিন-হাঙ্গেরিয়ান ধনকুবের সরোস বলেছিলেন, "আদানি গোষ্ঠী শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ নিজেদের হস্তগত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ৷ সম্প্রতি শেয়ার দরের কারচুপি করে শিরোনামে এসেছেন তিনি । তাঁর শেয়ারের দরে বিপুল পতন হয়েছে ৷ কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে নীরব (Modi is silent on Adani stock manipulation) ৷ তাঁকে সংসদে ও ভারতে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে ৷"

Jaishankar takes on Soros
সরোসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী

জয়শংকরের আগে ঠিক একইভাবে সরোসকে আক্রমণ করেছিলেন স্মৃতি ইরানিও । শুক্রবার তিনি বলেন, "ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আঘাত হানার চক্রান্ত চলছে । কিছু বিদেশি শক্তি চাইছে দেশের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দিতে ৷ দেশবাসীকে একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । বিদেশি শক্তির এই চেষ্টা যেন সফল না-হয় ৷"

আরও পড়ুন: দেশের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা, মার্কিন ধনকুবেরের মন্তব্যের পালটা স্মৃতি ইরানির

বিজেপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, জর্জ সরোসের মন্তব্যকে শুধুমাত্র নরেন্দ্র মোদির উপর আক্রমণ বলে দেখতে নারাজ তারা । বরং তাঁর এহেন মন্তব্যকে এ দেশের গণতন্ত্রে আঘাত হানার চেষ্টা হিসেবেই দেখছে তারা (George Soros on PM Modi) ৷ এবার দুই কেন্দ্রীয় মন্ত্রী মাঠে নামায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে । গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলিও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.