Rajasthan Road Accident: রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের 6 জনের মৃত্যু - জয়সলমেরে দুর্ঘটনা
রাজস্থানের নবগঠিত জেলা ফলোদির পাশে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু একই পরিবারের 6 জনের ৷ পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে ৷
ফলোদি (রাজস্থান), 15 অগস্ট: রাজস্থানের ফলোদি-জয়সলমের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ মঙ্গলবার বিকালে মালবাহী গাড়িতে বোলেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের এক মহিলা-সহ 6 জনের ৷ আহত একজনকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে বোলেরো গাড়িটি ৷ রাজস্থানের নবগঠিত জেলা ফলোদির কাছে কালরান গ্রামের পাশের জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে ৷
ফলোদি থানার আধিকারিক ওমপ্রকাশ বিষ্ণোই জানিয়েছেন, আহতের নাম আবদে খান ৷ ফলোদি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি জানান, জুনেজা ধানির পরিবার পোকারানের বান্ধেওয়াতে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন ৷ যাঁরা কিছুদিন আগেই হজ থেকে ফিরেছেন ৷ বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারে ধাক্কা মারে বোলেরোটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় ৷ আহত 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনার খবর পেয়ে এক অ্যাম্বুলেন্স চালক মুলারাম খোজা ও জিতেন্দ্র কুমার ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ফলোদির সরকারি জেলা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়ি বোলেরোর গতিবেগ বেশি ছিল ৷ গাড়িটি দাঁড়িয়ে থাকা কন্টেইনারে সজোরে ধাক্কা মারে ৷ দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গাড়ি থেকে দেহ বার করতে বেশ বেগ পেতে হয়েছে ৷ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ফলোদি হাসপাতালের মর্গে পাঠায় ৷
আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভূমিধসে একদিনে 55 জনের মৃত্যু
ঘটনার খবর পেয়ে জেলা কালেক্টর জসমিত সান্ধু এবং পুলিশ সুপার বিনীত বনসালও ঘটনাস্থলে পৌঁছন ৷ সরকারের তরফ থেকে সাহায্যের আশ্বাসের কথাও জানানো হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে 12 গস্ট দিদওয়ানা হাইওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছিল। নিহতরা সকলেই ছিলেন সিকারের বাসিন্দা।