ETV Bharat / bharat

Rahul Gandhi: কত বার নিরাপত্তা লঙ্ঘন করেছেন রাহুল ? কংগ্রেসকে উত্তর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর - নিরাপত্তা লঙ্ঘন করেছেন রাহুল গান্ধি

কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলেছিলেন ৷ এর উত্তরে কী বলল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (CRPF over Rahul Gandhi security guidelines during Bharat Jodo Yatra) ?

Bharat Jodo Yatra
রাহুল গান্ধি
author img

By

Published : Dec 29, 2022, 2:09 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: নিরাপত্তা ভেঙেছেন খোদ রাহুল গান্ধি ! তাও এক-দু'বার নয়, 113 বার ! কংগ্রেসকে পালটা জবাব দিল সিআরপিএফ ৷ ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীদের এবং নেতা রাহুল গান্ধির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ৷ তার উত্তরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জানায়, 2020 সাল থেকে কংগ্রেস সাংসদ নিজে 113 বার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ তার মধ্যে রয়েছে দিল্লিতে ভারত জোড়ো যাত্রার ঘটনাও (Rahul Gandhi violated security guidelines) ৷

তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা এ বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখবে ৷ বুধবার গভীর রাতে সিআরপিএফ (Central Reserve Police Force, CRPF) তাদের পক্ষ থেকে রাহুল গান্ধির নিরাপত্তা বিষয়ে উত্তর পাঠিয়ে দেয়৷ কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে আপস করছে কেন্দ্রীয় সরকার৷ রাজধানীতে এই যাত্রায় ক্রমশ ভিড় বাড়ছে৷ সেই সময় জে+ (Z+ Category Security) ক্যাটেগরির সিকিউরিটির পরিধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: 'রাহুলকে নিরাপত্তা দিন', শাহকে চিঠি লিখে দাবি কংগ্রেসের

সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালকে জানিয়েছে, রাহুল গান্ধি অনেক ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ তাঁকে সে সময়ে সময়ে এ বিষয়টি জানানোও হয়েছে আগে ৷ প্রথমে 2020 সালে তাঁকে বিষয়টি জানানো হয় ৷ তখন থেকে 113 বার নিয়ম ভেঙেছেন কংগ্রেস সাংসদ ৷ আবারও উল্লেখ করা হচ্ছে, দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) নিরাপত্তাজনিত নির্দেশ ভাঙা হয়েছে ৷ সিআরপিএফ এই বিষয়টি আলাদা করে খতিয়ে দেখছে ৷

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জানায়, সাংসদ রাহুল গান্ধির জন্য তারা সুরক্ষার পুরো ব্যবস্থা করেছে ৷ এর জন্য রাজ্য পুলিশ এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশও মেনে চলছে সিআরপিএফ ৷ রাহুল যেখানেই যাচ্ছেন, সেই প্রতিটি জায়গায় 'অ্যাডভান্স সিকিউরিটি লিয়াসন' (Advance Security Liaison, ASL) থাকছে, জানায় সিআরপিএফ ৷

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: নিরাপত্তা ভেঙেছেন খোদ রাহুল গান্ধি ! তাও এক-দু'বার নয়, 113 বার ! কংগ্রেসকে পালটা জবাব দিল সিআরপিএফ ৷ ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীদের এবং নেতা রাহুল গান্ধির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ৷ তার উত্তরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জানায়, 2020 সাল থেকে কংগ্রেস সাংসদ নিজে 113 বার নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ তার মধ্যে রয়েছে দিল্লিতে ভারত জোড়ো যাত্রার ঘটনাও (Rahul Gandhi violated security guidelines) ৷

তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা এ বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখবে ৷ বুধবার গভীর রাতে সিআরপিএফ (Central Reserve Police Force, CRPF) তাদের পক্ষ থেকে রাহুল গান্ধির নিরাপত্তা বিষয়ে উত্তর পাঠিয়ে দেয়৷ কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে আপস করছে কেন্দ্রীয় সরকার৷ রাজধানীতে এই যাত্রায় ক্রমশ ভিড় বাড়ছে৷ সেই সময় জে+ (Z+ Category Security) ক্যাটেগরির সিকিউরিটির পরিধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: 'রাহুলকে নিরাপত্তা দিন', শাহকে চিঠি লিখে দাবি কংগ্রেসের

সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফ কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালকে জানিয়েছে, রাহুল গান্ধি অনেক ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করেছেন ৷ তাঁকে সে সময়ে সময়ে এ বিষয়টি জানানোও হয়েছে আগে ৷ প্রথমে 2020 সালে তাঁকে বিষয়টি জানানো হয় ৷ তখন থেকে 113 বার নিয়ম ভেঙেছেন কংগ্রেস সাংসদ ৷ আবারও উল্লেখ করা হচ্ছে, দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) নিরাপত্তাজনিত নির্দেশ ভাঙা হয়েছে ৷ সিআরপিএফ এই বিষয়টি আলাদা করে খতিয়ে দেখছে ৷

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জানায়, সাংসদ রাহুল গান্ধির জন্য তারা সুরক্ষার পুরো ব্যবস্থা করেছে ৷ এর জন্য রাজ্য পুলিশ এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশও মেনে চলছে সিআরপিএফ ৷ রাহুল যেখানেই যাচ্ছেন, সেই প্রতিটি জায়গায় 'অ্যাডভান্স সিকিউরিটি লিয়াসন' (Advance Security Liaison, ASL) থাকছে, জানায় সিআরপিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.