ETV Bharat / bharat

Rahul Gandhi: দেশের 60 শতাংশের প্রতিনিধিত্ব করছে ‘ইন্ডিয়া’ জোট, দাবি রাহুল গান্ধির

Rahul Gandhi on INDIA Bloc: মিজোরামে বিধানসভা নির্বাচনের প্রচার করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সেখান থেকে তিনি বিজেপির বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, দেশের 60 শতাংশের প্রতিনিধিত্ব করছে ‘ইন্ডিয়া’ জোট ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:56 PM IST

আইজল, 17 অক্টোবর: দেশের 60 শতাংশ অংশের প্রতিনিধিত্ব করছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ মঙ্গলবার মিজোরামের রাজধানী আইজল থেকে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর আরও দাবি, বিজেপি সারা দেশের এত বড় অংশে ছড়িয়ে নেই ৷

আগামী 7 নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন ৷ তাই ওই রাজ্যে ভোট প্রচারে গিয়েছেন তিনি ৷ সেই সময়ই এই মন্তব্য করেন রাহুল ৷ পাশাপাশি মিজোরামের শাসক দল এমএনএফ ও বিরোধী দল জেডপিএম-এর সমালোচনা করেন তিনি ৷ তাঁর দাবি, এই দু’টি দলকেই ব্যবহার করেছে বিজেপি ৷

ভোটের কথা মাথায় রেখে একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ মিজোরামে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তাহলে তিনি প্রতি মাসে দু’হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার ও সাড়ে সাতশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ তাই বারবার সারা দেশের প্রেক্ষাপটে বিজেপির সমালোচনার কথা শোনা গিয়েছে রাহুলের মুখে ৷ তাঁর দাবি, ভারতের ভাবধারাকে রক্ষা করবে বিরোধীদের জোট ৷ দেশের মূল্যবোধ, সাংবিধানিক কাঠামো এবং ধর্ম-সংস্কৃতির ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত করবে এই জোট ৷ পাশাপাশি শান্তি ও সম্প্রীতিও বজায় যাতে থাকে, সেদিকেও লক্ষ্য রাখা হবে ৷

বিজেপির পাশাপাশি আরএসএস-কেও নিশানা করেছেন রাহুল ৷ তাঁর কথায়, "আমাদের দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা । আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, যেখানে বিজেপি বিশ্বাস করে যে সমস্ত সিদ্ধান্ত দিল্লিতে নেওয়া উচিত ।"

মিজোরামের সঙ্গে আরও চারটি রাজ্যে নভেম্বরে বিধানসভার নির্বাচন হবে ৷ সেই রাজ্যগুলি হল - মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা ৷ প্রতিটি রাজ্যেই কংগ্রেস জিতবে বলে দাবি করেছেন রাহুল ৷ তিনি বলেন, "আমরা মধ্যপ্রদেশে বিজেপিকে হারাব । ছত্তিশগড়ে আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিলাম এবং আবারও পরাজিত করব । আমরা রাজস্থানে বিজেপিকে পরাজিত করেছিলাম এবং এবারও তার পুনরাবৃত্তি করব । উত্তর পূর্বেও আমরা একই কাজ করব । কংগ্রেসের ধারণার কেউ অবমূল্যায়ন করবেন না ।"

তাঁর আরও দাবি, কংগ্রেসের এই দেশের ভিত তৈরি করেছিল ৷ কিন্তু বিজেপি সেই ভিত নষ্ট করে দিচ্ছে ৷ তিনি বলেন, "উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য বিজেপি এবং আরএসএসের আক্রমণের সম্মুখীন হচ্ছে ৷ আপনার ধর্মীয় বিশ্বাস এবং ভাষার ভিত্তিকে হুমকি দিচ্ছে । আরএসএস বিশ্বাস করে যে ভারতকে একটি একক মতাদর্শ এবং সংগঠন দ্বারা শাসিত করা উচিত, আমরা যার সঠিকভাবে বিরোধিতা করছি ।’’

তিনি আরও বলেন, "আমরা চাই মিজোরামের জনগণ তাদের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করুক । আমরা চাই যে তাঁরা নিজেদের, তাঁদের ধর্মীয় বা সামাজিক কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করুক । আমরা বিশ্বাস করি না যে মিজোরাম সরাসরি দিল্লি থেকে শাসন করা উচিত । আমরা জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি ।"

রাহুলের আরও অভিযোগ, মিজোরামে পা রাখার জন্য বিজেপি এমএনএফ ও জেডপিএম-কে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে ৷ আসন্ন বিধানসভা নির্বাচন মিজোরামের ধারণাকে রক্ষা করার এবং এখানকার বাসিন্দাদের স্বাধীনতা, ঐতিহ্য এবং ধর্ম রক্ষার লড়াই বলে দাবি করেছেন এই কংগ্রেস সাংসদ ।

তিনি বলেন, "যদিও মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) সরাসরি বিজেপির সঙ্গে জোটবদ্ধ ৷ এটি খুব স্পষ্ট যে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই করছে না ৷"

তিনি আরও বলেন, "মিজোরামে কংগ্রেস সরকার গঠন করবে । রাজ্যের মানুষ বুঝতে পারছে কী ঘটছে... নির্বাচনের আসল প্রশ্ন হল আরএসএস মিজোরামকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে কি না ! এটা এমএনএফ বা জেডপিএম-এর মাধ্যমে করতে পারে ।"

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: 'মল্লিকার্জুন খাড়গে অথবা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করতে পারে কংগ্রেস', মন্তব্য থারুরের

আইজল, 17 অক্টোবর: দেশের 60 শতাংশ অংশের প্রতিনিধিত্ব করছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ মঙ্গলবার মিজোরামের রাজধানী আইজল থেকে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর আরও দাবি, বিজেপি সারা দেশের এত বড় অংশে ছড়িয়ে নেই ৷

আগামী 7 নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন ৷ তাই ওই রাজ্যে ভোট প্রচারে গিয়েছেন তিনি ৷ সেই সময়ই এই মন্তব্য করেন রাহুল ৷ পাশাপাশি মিজোরামের শাসক দল এমএনএফ ও বিরোধী দল জেডপিএম-এর সমালোচনা করেন তিনি ৷ তাঁর দাবি, এই দু’টি দলকেই ব্যবহার করেছে বিজেপি ৷

ভোটের কথা মাথায় রেখে একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ মিজোরামে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তাহলে তিনি প্রতি মাসে দু’হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার ও সাড়ে সাতশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ তাই বারবার সারা দেশের প্রেক্ষাপটে বিজেপির সমালোচনার কথা শোনা গিয়েছে রাহুলের মুখে ৷ তাঁর দাবি, ভারতের ভাবধারাকে রক্ষা করবে বিরোধীদের জোট ৷ দেশের মূল্যবোধ, সাংবিধানিক কাঠামো এবং ধর্ম-সংস্কৃতির ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত করবে এই জোট ৷ পাশাপাশি শান্তি ও সম্প্রীতিও বজায় যাতে থাকে, সেদিকেও লক্ষ্য রাখা হবে ৷

বিজেপির পাশাপাশি আরএসএস-কেও নিশানা করেছেন রাহুল ৷ তাঁর কথায়, "আমাদের দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা । আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, যেখানে বিজেপি বিশ্বাস করে যে সমস্ত সিদ্ধান্ত দিল্লিতে নেওয়া উচিত ।"

মিজোরামের সঙ্গে আরও চারটি রাজ্যে নভেম্বরে বিধানসভার নির্বাচন হবে ৷ সেই রাজ্যগুলি হল - মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা ৷ প্রতিটি রাজ্যেই কংগ্রেস জিতবে বলে দাবি করেছেন রাহুল ৷ তিনি বলেন, "আমরা মধ্যপ্রদেশে বিজেপিকে হারাব । ছত্তিশগড়ে আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিলাম এবং আবারও পরাজিত করব । আমরা রাজস্থানে বিজেপিকে পরাজিত করেছিলাম এবং এবারও তার পুনরাবৃত্তি করব । উত্তর পূর্বেও আমরা একই কাজ করব । কংগ্রেসের ধারণার কেউ অবমূল্যায়ন করবেন না ।"

তাঁর আরও দাবি, কংগ্রেসের এই দেশের ভিত তৈরি করেছিল ৷ কিন্তু বিজেপি সেই ভিত নষ্ট করে দিচ্ছে ৷ তিনি বলেন, "উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য বিজেপি এবং আরএসএসের আক্রমণের সম্মুখীন হচ্ছে ৷ আপনার ধর্মীয় বিশ্বাস এবং ভাষার ভিত্তিকে হুমকি দিচ্ছে । আরএসএস বিশ্বাস করে যে ভারতকে একটি একক মতাদর্শ এবং সংগঠন দ্বারা শাসিত করা উচিত, আমরা যার সঠিকভাবে বিরোধিতা করছি ।’’

তিনি আরও বলেন, "আমরা চাই মিজোরামের জনগণ তাদের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করুক । আমরা চাই যে তাঁরা নিজেদের, তাঁদের ধর্মীয় বা সামাজিক কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করুক । আমরা বিশ্বাস করি না যে মিজোরাম সরাসরি দিল্লি থেকে শাসন করা উচিত । আমরা জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি ।"

রাহুলের আরও অভিযোগ, মিজোরামে পা রাখার জন্য বিজেপি এমএনএফ ও জেডপিএম-কে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে ৷ আসন্ন বিধানসভা নির্বাচন মিজোরামের ধারণাকে রক্ষা করার এবং এখানকার বাসিন্দাদের স্বাধীনতা, ঐতিহ্য এবং ধর্ম রক্ষার লড়াই বলে দাবি করেছেন এই কংগ্রেস সাংসদ ।

তিনি বলেন, "যদিও মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) সরাসরি বিজেপির সঙ্গে জোটবদ্ধ ৷ এটি খুব স্পষ্ট যে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই করছে না ৷"

তিনি আরও বলেন, "মিজোরামে কংগ্রেস সরকার গঠন করবে । রাজ্যের মানুষ বুঝতে পারছে কী ঘটছে... নির্বাচনের আসল প্রশ্ন হল আরএসএস মিজোরামকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে কি না ! এটা এমএনএফ বা জেডপিএম-এর মাধ্যমে করতে পারে ।"

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: 'মল্লিকার্জুন খাড়গে অথবা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করতে পারে কংগ্রেস', মন্তব্য থারুরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.