নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে (Republic day) মরণোত্তর অশোক চক্র সম্মান দেওয়া হল জম্মু ও কাশ্মীরের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বাবু রামকে (President posthumously awards Ashok Chakra to Babu Ram)৷ তাঁর বিধবা স্ত্রী রীনা রানি ও ছেলে মানিকের হাতে স্মারক তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
2020 সালের 29 অগস্ট শ্রীনগরে (President Kovind posthumously awards Ashok Chakra to J-K Police) অভিযান চালিয়ে বীর-বিক্রমে খতম করেছিলেন তিনজন কট্টর জঙ্গিকে ৷ অভূতপূর্ব সাহসের পরিচয় দিয়ে জঙ্গিদমন অভিযান চালিয়ে দেশের জন্য জীবন বলিদান দেন তিনি ৷
-
Babu Ram, Assistant Sub-Inspector in @JmuKmrPolice has been conferred with Ashok Chakra posthumously for "displaying valor & exemplary raw courage" during an anti-terror op in Srinagar.
— PIB India (@PIB_India) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
His wife Rina Rani & son Manik receive the award from President Ram Nath Kovind. pic.twitter.com/FkhmXeTgJP
">Babu Ram, Assistant Sub-Inspector in @JmuKmrPolice has been conferred with Ashok Chakra posthumously for "displaying valor & exemplary raw courage" during an anti-terror op in Srinagar.
— PIB India (@PIB_India) January 26, 2022
His wife Rina Rani & son Manik receive the award from President Ram Nath Kovind. pic.twitter.com/FkhmXeTgJPBabu Ram, Assistant Sub-Inspector in @JmuKmrPolice has been conferred with Ashok Chakra posthumously for "displaying valor & exemplary raw courage" during an anti-terror op in Srinagar.
— PIB India (@PIB_India) January 26, 2022
His wife Rina Rani & son Manik receive the award from President Ram Nath Kovind. pic.twitter.com/FkhmXeTgJP
আরও পড়ুন: 73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসে নতুনত্বের ছোঁয়া, দেখে নিন কী কী এবারই প্রথম
স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন বাবু রাম ৷ তাঁর সাহস ও বলিদানকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ (Ramnath Kovind posthumously awarded Ashok Chakra) এ বছর তাঁকে মরণোত্তর অশোক চক্র দেওয়ার অনুমোদন দেন ৷ পরমবীর চক্রের সমান মর্যাদার অশোক চক্র (Ashok Chakra) দেওয়া হয় তাঁদের, যাঁরা অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছেন অথবা শত্রুদের মোকাবিলা করতে গিয়ে জীবন বলিদান দিয়েছেন ৷
আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি কোবিন্দ 384টি সাহসিকতার পুরস্কারে অনুমোদন দিয়েছেন ৷ তার মধ্যে রয়েছে সেনাদের জন্য 12টি শৌর্যচক্রও ৷