ভালসাদ (গুজরাত), 6 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার গুজরাতের ভালসাদ জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন ৷ এরপর ভাবনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । দুপুর 3টেয় ভালসাদের কাপরাদা গ্রামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী । বিধানসভা নির্বাচন ঘোষণার পর নিজের রাজ্যে মোদির এটা প্রথম সফর (PM Modi in Gujarat) ৷
বিকেল 5টা 45 মিনিটে ভাবনগরে 'পাপা নি পারি' লগ্নোৎসব 2022, গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি । অনুষ্ঠানে 522 জন মেয়ের বিয়ে দেওয়া হবে ৷ এই মেয়েদের কারও বাবা নেই । তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির থেকে পাশে থাকার বার্তা দেবেন প্রধানমন্ত্রী ।
এদিকে গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections) জন্য তৈরি হচ্ছে বিজেপি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) 13 অক্টোবর আহমেদাবাদে "গুজরাত গৌরব যাত্রা" উদ্বোধন করার সঙ্গে সঙ্গে রাজ্যে জোড়কদমে নির্বাচনী প্রচার চলছে । পরের মাসে প্রথমেই দু'দফায় ভোট হবে মোদি-শাহদের রাজ্যে । 8 ডিসেম্বর ফল ঘোষণা হবে। গুজরাতে টানা ছটি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি ।
এর আগে 12 অক্টোবর প্রধানমন্ত্রী রাজকোট জেলার জামকান্দোমায় একটি জনসভায় ভাষণ দেন । সমাবেশ শেষে তিনি রোড শোও করেন । "জামকন্দোরানায় আসতে সবসময়ই ভালো লাগে," পরে টুইটও করেন প্রধানমন্ত্রী । তাছাড়া নির্বাচনের দিন ঘোষণার আগে প্রধানমন্ত্রী ভরুচের আমোদে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্প চালু করেন । তিনি জাম্বুসারে বাল্ক ড্রাগ পার্ক, দহেজে ডিপ সি পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
আরও পড়ুন: ছোট রাজ্য বলে হিমাচলকে উপেক্ষা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় কংগ্রেস, অভিযোগ নরেন্দ্র মোদির