ETV Bharat / bharat

তখতের তাণ্ডবে তছনছ গুজরাত, পরিদর্শনে প্রধানমন্ত্রী - তখতের তাণ্ডবে তছনছ গুজরাত

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় তখতের এখন শক্তি অনেকটাই কমে গিয়েছে ৷

তখতের তাণ্ডবে তছনছ গুজরাত, পরিদর্শনে প্রধানমন্ত্রী
তখতের তাণ্ডবে তছনছ গুজরাত, পরিদর্শনে প্রধানমন্ত্রী
author img

By

Published : May 19, 2021, 2:47 PM IST

আমেদাবাদ, 19 মে : তখতে ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে বুধবার গুজরাতের ভাবনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি তরফে জানানো হয়েছে যে সেখান থেকে মোদি উনা, দিউ, জাফরাবাদ ও মহুবায় আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এর পর আমেদাবাদে একটি পর্যালোচনা বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর ৷

উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ে গুজরাতের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ মৃত্যু হয়েছে অন্তত 13 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, 16 হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 40 হাজারের বেশি গাছ ও 70 হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 5 হাজার 591টি গ্রাম ৷

আরও পড়ুন : তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

ঝড়ের জেরে ব্যাপক বৃষ্টিও শুরু হয়েছে পশ্চিম ভারতের এই রাজ্যে৷ সৌরাষ্ট্র থেকে উত্তর গুজরাতের 46টি তালুকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৷ অন্য 12টি তালুকে 150 মিলিমিটার থেকে 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় তখতের এখন শক্তি অনেকটাই কমে গিয়েছে ৷ এখন সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে অবস্থান করছে রাজস্থান ও গুজরাত সংলগ্ন অঞ্চলে ৷

আমেদাবাদ, 19 মে : তখতে ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে বুধবার গুজরাতের ভাবনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি তরফে জানানো হয়েছে যে সেখান থেকে মোদি উনা, দিউ, জাফরাবাদ ও মহুবায় আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এর পর আমেদাবাদে একটি পর্যালোচনা বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর ৷

উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ে গুজরাতের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ মৃত্যু হয়েছে অন্তত 13 জনের ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, 16 হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 40 হাজারের বেশি গাছ ও 70 হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 5 হাজার 591টি গ্রাম ৷

আরও পড়ুন : তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

ঝড়ের জেরে ব্যাপক বৃষ্টিও শুরু হয়েছে পশ্চিম ভারতের এই রাজ্যে৷ সৌরাষ্ট্র থেকে উত্তর গুজরাতের 46টি তালুকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৷ অন্য 12টি তালুকে 150 মিলিমিটার থেকে 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় তখতের এখন শক্তি অনেকটাই কমে গিয়েছে ৷ এখন সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে অবস্থান করছে রাজস্থান ও গুজরাত সংলগ্ন অঞ্চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.