ETV Bharat / bharat

পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির আর্জি, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির আর্জি ৷ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা রুজু করলেন পাঁচ আবেদনকারী ৷ তাঁদের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের পরই পশ্চিমবঙ্গজুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে ৷ ঘরছাড়া হতে হয়েছে অসংখ্য মানুষকে ৷ তাই অবিলম্বে রাজ্য়ের আইন-শৃঙ্খলার উন্নতির জন্য কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আবেদন করেছেন মামলাকারীরা ৷

PIL in SC seeks relief for displaced people in Bengal
পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির আর্জি, সুপ্রিম কোর্টে রুজু জনস্বার্থ মামলা
author img

By

Published : May 22, 2021, 4:17 PM IST

কলকাতা, 22 মে : পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা রুজু হল সুপ্রিম কোর্টে ৷ ওই একই আবেদনে রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার তদন্তের জন্য সিট গঠন করার আর্জি জানানো হয়েছে ৷ দাবি করা হয়েছে, একুশের বিধানসভা নির্বাচনের পরই পশ্চিমবঙ্গজুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে ৷ ঘরছাড়া হতে হয়েছে অসংখ্য মানুষকে ৷ অবিলম্বে এই ঘরছাড়াদের ঘরে ফেরানো, করোনা এই পরিস্থিতিতে তাঁদের সকলের জন্য খাবার, ওষুধ-সহ যাবতীয় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ও নিরাপত্তার ব্য়বস্থা করারও আবেদন করেছেন মামলাকারীরা ৷ পাশাপাশি, এই পরিস্থিতিতে রাজ্য়ে যাতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে একটি হেল্পলাইন নম্বর খোলা যায়, সেই প্রস্তাবও রাখা হয়েছে তাঁদের তরফে ৷

সম্মিলিতভাবে মামলাটি রুজু করেছেন মোট পাঁচজন ৷ তাঁদের অভিযোগ, ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ ৷ রাজ্য়জুড়ে রাজনৈতিক হানাহানি চলছে ৷ আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ তাঁদের উপর হামলা চালানো হচ্ছে ৷ চলছে লুটপাট ৷ সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ আক্রান্তরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ৷ কিন্তু ভয়ে মুখ খুলতে চাইছেন না কেউ ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন

মামলাকারীদের অভিযোগ, সব জেনেও উদাসীন রাজ্য়ের পুলিশ প্রশাসন ৷ তারা আক্রান্তদের অনুরোধ সত্ত্বেও কোনও অভিযোগ দায়ের করছে না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ এই অবস্থায় অবিলম্বে রাজ্য়ের আইন-শৃঙ্খলার উন্নতির জন্য কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আবেদন করেছেন মামলাকারীরা ৷ তাঁদের দাবি, কেন্দ্র অবিলম্বে পশ্চিমবঙ্গে বাহিনী মোতায়েনের নির্দেশ দিক ৷ মামলাটির যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই আবেদনও করেছেন তাঁরা ৷

কলকাতা, 22 মে : পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা রুজু হল সুপ্রিম কোর্টে ৷ ওই একই আবেদনে রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার তদন্তের জন্য সিট গঠন করার আর্জি জানানো হয়েছে ৷ দাবি করা হয়েছে, একুশের বিধানসভা নির্বাচনের পরই পশ্চিমবঙ্গজুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে ৷ ঘরছাড়া হতে হয়েছে অসংখ্য মানুষকে ৷ অবিলম্বে এই ঘরছাড়াদের ঘরে ফেরানো, করোনা এই পরিস্থিতিতে তাঁদের সকলের জন্য খাবার, ওষুধ-সহ যাবতীয় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ও নিরাপত্তার ব্য়বস্থা করারও আবেদন করেছেন মামলাকারীরা ৷ পাশাপাশি, এই পরিস্থিতিতে রাজ্য়ে যাতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে একটি হেল্পলাইন নম্বর খোলা যায়, সেই প্রস্তাবও রাখা হয়েছে তাঁদের তরফে ৷

সম্মিলিতভাবে মামলাটি রুজু করেছেন মোট পাঁচজন ৷ তাঁদের অভিযোগ, ভোট পরবর্তী পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ ৷ রাজ্য়জুড়ে রাজনৈতিক হানাহানি চলছে ৷ আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ তাঁদের উপর হামলা চালানো হচ্ছে ৷ চলছে লুটপাট ৷ সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ আক্রান্তরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ৷ কিন্তু ভয়ে মুখ খুলতে চাইছেন না কেউ ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন

মামলাকারীদের অভিযোগ, সব জেনেও উদাসীন রাজ্য়ের পুলিশ প্রশাসন ৷ তারা আক্রান্তদের অনুরোধ সত্ত্বেও কোনও অভিযোগ দায়ের করছে না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ এই অবস্থায় অবিলম্বে রাজ্য়ের আইন-শৃঙ্খলার উন্নতির জন্য কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আবেদন করেছেন মামলাকারীরা ৷ তাঁদের দাবি, কেন্দ্র অবিলম্বে পশ্চিমবঙ্গে বাহিনী মোতায়েনের নির্দেশ দিক ৷ মামলাটির যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই আবেদনও করেছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.