গোরক্ষপুর (উত্তরপ্রদেশ ), 14 জুলাই : যারা জাতীয় নিরাপত্তায় যারা হুমকি দিচ্ছে তাদের সামাজিক বয়কট করা উচিৎ ৷ জনগণের উদ্দেশে বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ 237 টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন ," আমাদের সতর্ক থাকা উচিত, এর ফলে আমরা অনেক প্রাণ বাঁচাতে পারব ৷ যারা আমাদের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে তাদের করা শাস্তির মুখে পড়তে হবে । জনসাধারণের উচিৎ এদের সামাজিক বয়কট করা ।"
সাধারণ মানুষের সতর্ক থাকা ও বুদ্ধিমত্তার গুরুত্ব সম্পর্কে জনগণকে সতর্ক করতে গিয়ে যোগী বলেন ,"সম্প্রতি দিল্লির বাতলা হাউস এলাকায় দুটি ঘটনা সামনে এসেছে । প্রথম ঘটনায়, মূক ও বধির শিশুদের জিহাদের নামে ব্যবহার করে জাতীয় নিরাপত্তায় হুমকি দিচ্ছে । সরকার এই বিষয়গুলোকে শক্তহাতে দমন করছে । অন্য য়ে ঘটনা সামনে এসেছে তাতে দেখা গেছে স্থানীয়দের সহায়তায় কিছু দক্ষ পাকিস্তানী সন্ত্রাসবাদীকে পাকরাও করা হয়েছে । তাদের কাছ থেকে প্রচুর বারুদ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয় ।"
আরও পড়ুন : ভারতে টিকা পাঠাতে তৈরি আমেরিকা, বাধা আইনি জটিলতা
আদিত্যনাথ জানান বোমা কোনও জাতি বা ধর্ম দেখে না, সন্ত্রাসবাদীরা দেশের শান্তি ও নিরাপত্তায় আঘাত হানার পরিকল্পনা করছে । উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন , "আগের সরকার তাঁদের পূর্বপুরুষদের নামে বিভিন্ন প্রকল্পের নামকরণ করত । কিন্তু দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কিছু করত না । আগে এনসেফালাইটিসে অগুন্তি মানুষের মৃত্যু হত । এর মূলে ছিল অপরিচ্ছন্ন পরিবেশ ও জলের ব্যবস্থা । আমরা এনসেফালাইটিস নিয়ন্ত্রণে এনেছি ।" তিনি আরও জানান জনগণের সাহায্যে উত্তর প্রদেশ সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ।