গোয়ালিয়র, 2 অক্টোবর: ভোটমুখী মধ্যপ্রদেশে কংগ্রেসের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনি বলেন, "যাদের কাছে নতুন চিন্তা বা রোডম্যাপ নেই তারা রাজ্যের কখনই উন্নতিতে সাহায্য করতে পারে না ৷ তারা ঘৃণার সঙ্গে দেশের অর্জনের কথা ভুলে যায়।"
সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ৷ এর মধ্য়ে ভোট রয়েছে মধ্যপ্রদেশেও ৷ আর সে রাজ্যে দাঁড়িয়েই একদিকে যেমন ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী, তেমনই অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধেও তীব্র আঘাত হেনেছেন ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "বিজেপি সরকার মধ্যপ্রদেশকে একটা সংকটাপন্ন রাজ্য থেকে ঠিক জায়গায় নিয়ে এসেছে ৷ দেশের সেরা 10 রাজ্যে পৌঁছে দেওয়া এবং এখন দলের লক্ষ্য হল একে দেশের শীর্ষ তিন রাজ্যের মধ্যে একটি করা।"
এরপরই সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "যাদের কাছে নতুন চিন্তা বা নতুন রোডম্যাপ নেই তারা কাজ করতে পারে না। কখনই মধ্যপ্রদেশের উন্নতিতে সাহায্য করতে পারবে না। এদের একটাই কাজ আর তা হল দেশের অগ্রগতি এবং বিভিন্ন পরিকল্পনাকে ঘৃণা করা। তারা নিজেদের সমস্ত ঘৃণা নিয়ে দেশের অর্জনের কথা ভুলে যায় ৷" প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, 60 বছর ধরে ক্ষমতায় থাকলেও উন্নয়নের গতি বাড়াতে কংগ্রেস ব্যর্থ হয়েছে।
কটাক্ষের সুরে মোদি বলেন, "দেশের মানুষ উন্নয়নের বিরোধীদের 60 বছর দিয়েছে। 60 বছর কম সময় নয়। নয় বছরে দেশের এত উন্নয়ন ও অগ্রগতি হলে 60 বছরে অনেক কিছু হতে পারত। এমনকী তাদের কাছে সুযোগও ছিল ৷ কিন্তু তাদের ব্যর্থতা যে তারা তা করতে পারেনি ৷” তিনি যোগ করেছেন, “কংগ্রেস গরিবদের অনুভূতি নিয়ে খেলা করে ৷" একই সঙ্গে, কংগ্রেস জাতপাতের নামে মানুষকে বিভক্ত করে এমন অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "আগেও তারা গরিবের অনুভূতি নিয়ে খেলত এবং এখনও তাই করছে। তখনও তারা জাতপাতের ভিত্তিতে দেশকে বিভক্ত করত এবং এখনও তারা তাই করছে ৷”
আরও পড়ুন: 'দোকানে ঢুকে প্রকাশ্যে গলা কাটা হচ্ছে!' গেহলতের রাজস্থানে কংগ্রেসকে কটাক্ষ মোদির
পাশাপাশি বিজেপির কাজের খতিয়ানও এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "এক বছরে বিজেপি যতগুলি প্রকল্প চালু করেছে তা অন্য কোনও দল কখনও করেনি। আইআইটি ইন্দোরে অনেক নতুন কাজ শুরু হয়েছে ৷ ডাবল ইঞ্জিন মানে মধ্যপ্রদেশে দ্বিগুণ উন্নয়ন।"
(এএনআই)